Apan Desh | আপন দেশ

শিশুর মৃত্যুতে হামলার শিকার চিকিৎসক আইসিইউতে

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: ১০:০২, ১৫ এপ্রিল ২০২৪

শিশুর মৃত্যুতে হামলার শিকার চিকিৎসক আইসিইউতে

ছবি : সংগৃহীত

চট্টগ্রামের এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুর মৃত্যুর ঘটনায় চিকিৎসককে বেধড়ক মারধর করেছেন রোগীর স্বজনরা। গুরুতর আহত চিকিৎসক রিয়াজ উদ্দিন শিবলুকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। 

রোববার (১৪ এপ্রিল) মেডিক্যাল সেন্টার নামে একটি বেসরকারি হাসপাতালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সম্পৃক্ত একজনকে আটক করেছে পুলিশ।

জানা গেছে, গত শনিবার (১৩ এপ্রিল) রাত ১০টার দিকে চট্টগ্রামে মেডিক্যাল সেন্টার হাসপাতালের এনআইসিইউতে ব্রঙ্কোনিউমোনিয়া জটিলতা নিয়ে এক শিশু ভর্তি হয়। রোববার সকাল সাড়ে নয়টার দিকে শিশুটি মারা যায়। এ ঘটনার পরপরই চিকিৎসক রিয়াজের ওপর হামলা চালান শিশুটির বাবা সুমনসহ তার স্বজনরা। এতে মাথায় গুরুতর আঘাত পান রিয়াজ।

হাসপাতালের সিসিটিভি ফুটেজে দেখা যায়, এনআইসিইউ ও পিআইসিইউর সামনে ১০-১২ জন রোগীর স্বজন মিলে চিকিৎসক রিয়াজকে মারধর করেন। এলোপাতাড়ি মারধরের একপর্যায়ে ফ্লোরে পড়ে যান চিকিৎসক রিয়াজ।

আরও পড়ুন <> সরকারি অফিস খুলছে আজ

চট্টগ্রাম মেডিক্যাল সেন্টারের ম্যানেজার ডা. মো. ইয়াসিন আরাফাত বলেন, সীতাকুণ্ডের বিএম ডিপো এলাকা থেকে এক শিশুকে শনিবার রাতে এনআইসিইউতে ভর্তি করা হয়। শিশুটি মারা গেলে হাসপাতালে দায়িত্বরত চিকিৎসকের ওপর হামলা চালান তার স্বজনরা। আহত ওই চিকিৎসককে চমেক হাসপাতালে আইসিইউর ১৫ নম্বর বেডে ভর্তি করা হয়েছে। আমরা বিষয়টি বিএমএ নেতাদের জানিয়েছি। এ ঘটনায় মামলা বরা হয়েছে।

পাঁচলাইশ থানার ওসি তদন্ত) আকতারুজ্জামান বলেন, অভিযোগে রোগীর বাবার নাম আছে। সিসিটিভি ফুটেজ দেখে বাকিদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।

এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে নগরীর পাঁচলাইশ থানায় একটি মামলা করা হয়েছে। এ নিয়ে গত পাঁচ দিনে চট্টগ্রামে দ্বিতীয়বার কোনো চিকিৎসকের ওপর হামলা হলো। গত বুধবার (১০ এপ্রিল) পটিয়া জেনারেল হাসপাতালে এক আওয়ামী লীগ নেতাকে চিকিৎসা দিতে দেরি করার অভিযোগে ওই নেতার কর্মী-সমর্থকরা এক চিকিৎসকের ওপর হামলা করেছিলেন।

আপন দেশ/এমআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়