Apan Desh | আপন দেশ

সন্ত্রাসীদের গুলিতে যুবলীগ নেতা ও স্কুল গ্রন্থাগারিক খুন

কুমিল্লা ও রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত: ০১:১৭, ১ মে ২০২৩

আপডেট: ০২:৩১, ১ মে ২০২৩

সন্ত্রাসীদের গুলিতে যুবলীগ নেতা ও স্কুল গ্রন্থাগারিক খুন

সংগৃহীত ছবি

একই দিনে, এক ঘণ্টার ব্যবধানে কুমিল্লা ও রাজবাড়ীতে গুলিবিদ্ধ হয়ে দুইজন মারা গেছে। নিহতদের একজন কুমিল্লাহর তিতাস উপজেলার যুবলীগের আহ্বায়ক, অন্যজন রাজবাড়ীর পাংশা পাইলট গার্লস হাইস্কুলের সহকারী গ্রন্থাগারিক। 

রোববার (৩০ অক্টোবর) রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টার মধ্যে এসব ঘটনা ঘটে। এ ঘটনার জন্য উত্তপ্ত অবস্থা বিরাজ করছে। 

কুমিল্লা : জেলার তিতাসে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহতের নাম জামাল হোসেন (৪০)। তিতাস উপজেলার জিয়ারকান্দি (নোয়াগাঁও) গ্রামের ফজলুল হকের ছেলে। তিনি উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক। 

রোববার রাত ৮টার পর দাউদকান্দি উপজেলার গৌরীপুর পশ্চিম বাজার ঈদগাহ এলাকার ঘটনা এটি। এ ঘটনার পর গৌরীপুর বাজারে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছে।

স্থানীয়রা জামাল হোসেনকে গুলিবিদ্ধ অবস্থায় দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. মো. মোয়াজ্জেম আহমেদ তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসক বলেন, নিহতের বুকে গুলির চিহ্ন দেখা গেছে। আর কিছু দেখার আগেই পরিবারের লোকজন তাকে ঢাকায় নিয়ে যায়।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলমগীর ভূঞা বলেন, ‘গৌরীপুর বাজারে যুবলীগ নেতা গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন এমন খবর শুনেছি। ঘটনার পর থেকে সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান করছে।

রাজবাড়ী : 

রাজবাড়ীর পাংশায় মিজানুর রহমান (৫০) নামে এক গ্রন্থাগারিক সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন। রোববার রাত সাড়ে ৯টার দিকের ঘটনা এটি। 

নিহত মিজানুর রহমান কলিমহর ইউপির বশাকুষ্টিয়া গ্রামের বাসিন্দা ইব্রাহিম হোসেন মণ্ডলের ছেলে। তিনি পাংশা পাইলট গার্লস হাইস্কুলের সহকারী গ্রন্থাগারিক। হোসেনডাঙ্গা বাজার থেকে মোটরসাইকেলযোগে নিজ বাড়িতে ফেরার পথে তাকে গুলি করে।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান দুর্বৃত্তদের গুলিতে মিজানুর রহমান নিহতের তথ্য নিশ্চিত করেন।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

জনপ্রিয়