Apan Desh | আপন দেশ

ফরিদপুরে ইউএনওকে পিটিয়ে রক্তার করল স্থানীয়রা, গাড়ী ভাংচুর

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৪১, ৪ মে ২০২৩

আপডেট: ১৭:৫৩, ৪ মে ২০২৩

ফরিদপুরে ইউএনওকে পিটিয়ে রক্তার করল স্থানীয়রা, গাড়ী ভাংচুর

রক্তাক্ত ইউএনও এবং তার ব্যবহৃত গাড়ী

ফরিদপুরের মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশিকুর রহমান চৌধুরীর ওপর হামলা করেছে স্থানীয় দুর্বৃত্তরা। এ সময় তার ব্যবহৃত গাড়িটি ভাঙচুর করেছে। আজ বৃহস্পতিবার (৪ মে) দুপুর দেড়টার দিকে উপজেলার ডুমাইন ইউনিয়নের নিশ্চিন্তপুর চরপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ওই এলাকায় আশ্রয়ণ প্রকল্প নির্মাণ নিয়ে জায়গা-জমি সংক্রান্ত বিষয়ে স্থানীয়রা বিরোধিতা করে আসছিলেন। আজ দুপুরে উপজেলার ডুমাইন ইউনিয়নের নিশ্চিন্তপুর চরপাড়া এলাকায় আশ্রয়ণ প্রকল্প নির্মাণ কাজের উদ্বোধনীতে যোগদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশিকুর রহমান চৌধুরী।

এ সময় স্থানীয়রা ওই স্থানে আশ্রয়ণ প্রকল্প নির্মাণ কাজে বাধা দেন এবং এক পর্যায়ে লাঠিসোটা নিয়ে ইউএনও আশিকুর রহমান চৌধুরীর ওপর হামলা চালান। এতে তিনি আহত হন। এ সময় সরকারি গাড়িটিও তারা ভাঙচুর করে।

ডুমাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আসাদুজ্জামান তপন সাংবাদিকদের বলেন, একটি মিটিংয়ে ছিলাম। ইউএনওর মোবাইল পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করি। ততক্ষণে স্থানীয়রা হামলা চালিয়ে তাকে জখম করেছে। গাড়িটি ভাঙচুর করা হয়েছে। ইউএনওর নাক দিয়ে রক্ত ঝরতে দেখা যায়। হামলাকারীদের নাম পরিচয় জানতে পারিনি। মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ফরিদপুর নেয়া হয়েছে।

উপজেলা চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম অভিযোগ করেন, আশ্রয়ণের জমি-ঘর নিয়ে স্থানীয়রা ইউএনও’ এর ওপর হামলা চালায়। হামলার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই। ইউএনওকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে ফরিদপুরে পাঠানো হয়েছে।

এ বিষয়ে মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশিকুর রহমান চৌধুরী বলেন, ওই এলাকায় আশ্রয়ণ প্রকল্পের কাজের উদ্বোধন ছিল। স্থানীয়রা আমার ওপর হামলা চালায়। প্রাথমিকভাবে হামলাকারীদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি। তবে ওখানে যারা উপস্থিত ছিলেন তারা তাদের চিনবে।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

জনপ্রিয়