Apan Desh | আপন দেশ

আমার আর কিছু বলার নেই : ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:৩৪, ৫ অক্টোবর ২০২৩

আপডেট: ১১:৩৭, ৫ অক্টোবর ২০২৩

আমার আর কিছু বলার নেই : ড. ইউনূস

আইনজীবীদের সঙ্গে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস

ঢাকা: নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দুদক কার্যালয়ে আসার ব্যাপারে বলেছেন, আমাকে ডেকেছে তাই এসেছি। আমার আর কিছু বলার নেই। বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকাল সাড়ে নয়টার দিকে আইনজীবী এবং গ্রামীণ টেলিকমের দুই কর্মকর্তাসহ দুদক কার্যালয়ে এসেছিলেন ড. ইউনূস। দুদক কার্যালয় থেকে বের হয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

ড. ইউনূস আরও বলেন, এটা যেহেতু লিগ্যাল ব্যাপার, এ ব্যাপারে যা বলার তা আইনজীবী বলে দিয়েছেন। আমার কোনো মন্তব্য নেই।

গ্রামীণ টেলিকমের ১০৬ কর্মচারী শ্রম আদালতে মামলা করেছিলেন। সেখানে বলা হয়েছে, কেন তাদের নীট মুনাফার ৫% এর অংশ দেয়া হবে না। এ নিয়ে ট্রেড ইউনিয়নেও মামলা হয়েছিল উল্লেখ করে ড. ইউনূসের আইনজীবী আবদুল্লাহ আল মামুন বলেন, এই মামলা ট্রেড ইউনিয়ন শ্রম আদালতে গোপন করে হাইকোর্টে এসে একটি মামলা করল।

বিস্তারিত আসছে...

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়