Apan Desh | আপন দেশ

ফেন্সিডিলসহ গ্রেফতার সেই ছাত্রলীগ নেতা বহিষ্কৃত

নীলফামারী প্রতিনিধি

প্রকাশিত: ২১:২৮, ২১ ফেব্রুয়ারি ২০২৪

ফেন্সিডিলসহ গ্রেফতার সেই ছাত্রলীগ নেতা বহিষ্কৃত

ফাইল ছবি: রাজু আহম্মেদ রাজন

ফেন্সিডিলসহ গ্রেফতার নীলফামারীর জলঢাকা পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ রাজনকে অব্যাহতি দিয়েছে জেলা ছাত্রলীগ। একই সঙ্গে পৌর কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে।

বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকালে নীলফামারী জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান শাহ আপেল ও সাধারণ সম্পাদক মো.মাসুদ সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। গ্রেফতারকৃত ছাত্রলীগ নেতা রাজু আহম্মেদ রাজন জলঢাকা উপজেলার কলেজ পাড়া এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে।

অব্যাহতির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে পৌর সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেয়া হলো।

উল্লেখ্য, সোমবার (২০ ফেব্রুয়ারী) রাতে তিন বোতল ফেন্সিডিলসহ ওই ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করে লালমনিরহাটের হাতিবান্ধার পুলিশ। তার সঙ্গে আরো এক সহযোগি ছিলো। পরে মামলা দায়ের করে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

জনপ্রিয়