Apan Desh | আপন দেশ

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আরও উদ্যোগ প্রয়োজন: আইএমএফ

অর্থনৈতিক প্রতিবেদক

প্রকাশিত: ১৫:২০, ১ ফেব্রুয়ারি ২০২৪

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আরও উদ্যোগ প্রয়োজন: আইএমএফ

ফাইল ছবি

গত মাসে নতুন মুদ্রানীতি ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক। এটি চলমান মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সহায়তা করবে। তবে স্থিতিশীল করতে আরও উদ্যোগের প্রয়োজন। এমনটাই মনে করে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের পরিচালক কৃষ্ণ শ্রীনিবাসন। বুধবার (৩১ জানুয়ারি) জাপানের টোকিওতে সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলেন।

বাংলাদেশকে ৪৭০ কোটি ডলার ঋণ দিয়েছে আইএমএফ। এর সঙ্গে সামঞ্জস্য রেখে মুদ্রানীতি ঘোষণা করে কেন্দ্রীয় ব্যাংক।

নতুন নীতিতে মূল্যস্ফীতি হ্রাস করতে বেশ কয়েকটি উদ্যোগের কথা বলা আছে। এর মধ্যে পলিসি হার ২৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে আট শতাংশ করা, বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ১১ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা। মুদ্রার বিনিময় হারের অস্থিরতা রোধে কেন্দ্রীয় ব্যাংকও ‘ক্রলিং পেগ’ নীতি গ্রহণ করেছে।

চলতি অর্থবছর শেষে দেশে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্যে উদ্যোগ নেয়া হয়েছে।

আরও পড়ুন>> আইএমএফের ৩০ শর্তেই রাজি বাংলাদেশ

বাংলাদেশের ঘোষিত মুদ্রানীতি প্রসঙ্গে শ্রীনিবাসন বলেন, ‘একের পর এক অর্থনৈতিক সংকটের প্রেক্ষাপট, করোনার থেকে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ, পরবর্তী সংকট মোকাবেলা করতে হচ্ছে।’

তিনি বলেন, ‘সেই প্রেক্ষাপটে বাংলাদেশ আইএমএফের ঋণ চেয়েছিল। এই কর্মসূচির অংশ হিসেবে বেশকিছু ব্যবস্থা নেওয়ার শর্ত আছে। একটি হচ্ছে— অবশ্যই মূল্যস্ফীতি কমিয়ে আনতে হবে। অন্যটি হলো—দরিদ্র ও আর্থিকভাবে দুর্বল ব্যক্তিদের রক্ষার সময় আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করা। প্রশাসনিক সংস্কারও এসব শর্তের মধ্যে আছে।’

বাংলাদেশের আইএমএফ ঋণ কর্মসূচি সঠিক পথে আছে কিনা, জানতে চাইলে শ্রীনিবাসন বলেন, ‘বিস্তৃতভাবে বলতে গেলে, হ্যাঁ। দুই মাস আগে বাংলাদেশের ঋণ কর্মসূচি নিয়ে আমাদের পর্যালোচনা হয়েছিল। ঋণের শর্তগুলো পূরণের ক্ষেত্রে তা সন্তোষজনক ছিল। কিছু কিছু ক্ষেত্রে বাংলাদেশ পিছিয়ে পড়েছিল। এর আংশিক কারণ নির্বাচনের আগে আর্থিক হিসাব নেতিবাচক ছিল। রফতানি বাড়ানো ও আমদানি কমার কারণে চলতি হিসাব যৌক্তিকভাবে ভালো করছিল। নির্বাচন শেষ হয়েছে। অনিশ্চয়তা কেটে গেছে। আশা করছি, আর্থিক হিসাব স্থিতিশীল হয়ে উঠবে।’

‘রিজিওনাল ইকোনমিক আউটলুক আপডেট ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক’ শীর্ষক অনুষ্ঠানে বাংলাদেশ থেকে সাংবাদিকরা ভার্চুয়ালি অংশ নেন।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

জনপ্রিয়