Apan Desh | আপন দেশ

মায়ানমারের বন্দর নগরী বিদ্রোহীদের দখলে

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:১১, ২৫ জানুয়ারি ২০২৪

আপডেট: ২১:১৩, ২৫ জানুয়ারি ২০২৪

মায়ানমারের বন্দর নগরী বিদ্রোহীদের দখলে

মায়ানমারের একটি সশস্ত্র বিদ্রোহী সংগঠনের প্রশিক্ষণ। এএফপির ফাইল ছবি

প্রায় দুই মাস যাবত জান্তা সৈন্যদের সঙ্গে লড়াই করছে বিদ্রোহী আরাকান আর্মি। মায়ানমারে রাখাইন রাজ্যের গুরুত্বপূর্ণ বন্দর নগরী দখলে নিয়েছে বিদ্রোহীরা।শহরটির নাম পাউকটাও। এতে অন্তত ২০ হাজার লোকের বাস। তারা শহরটির বেশিরভাগ এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। 

বুধবার (২৫ জানুয়ারি) আরাকান আর্মি জানায়, তারা বন্দর নগরের পুরো নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে।

সামরিক অভ্যুত্থানের পর ২০২১ সালে ক্ষমতায় আসে জান্তা সরকারে। এরপর প্রতিদিনই এ শহরে কামানের গোলাবর্ষণ করে আসছিল। এছাড়া চলছিল হেলিকপ্টার থেকে গুলিবর্ষণ, আর নৌবাহিনীর জাহাজ থেকেও হামলা।

আরও পড়ুন>> জান্তার থেকে রাখাইন রাজ্য দখলে নিল বিদ্রোহীরা

গুগল আর্থের প্রকাশ করা নতুন ছবিতে দেখা যায়, বন্দরের কাছে বেশ কিছু ভাঙাচোরা ও ধ্বংসপ্রাপ্ত ভবন। পুলিশ স্টেশনের বেশ কয়েকটি ভবনও ধ্বংস হয়ে গেছে। এক কথায় পুরো শহরটাই যেন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

জোড়াতালি দিয়ে চলা যোগাযোগ ব্যবস্থার কারণে এএফপি আরাকান আর্মির দাবির বিষয়ে নিশ্চিত হতে পারেনি। 

তবে বিদ্রোহী সংগঠনটির ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে, এ সপ্তাহে যোদ্ধারা শহরটিতে ‘ক্লিয়ারেন্স অপারেশন’ চালাচ্ছিল। অবশ্য গত মঙ্গলবার জান্তা সরকারের পক্ষ থেকে জানানো হয়, পাউকটাও শহরে ‘তীব্র’ যুদ্ধ চলছে। 

জাতিসংঘ বলছে, গত নভেম্বরে তীব্র সংঘর্ষে শহর থেকে ১৮ হাজার বাসিন্দাকে সরিয়ে নেয়া হয়।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়