Apan Desh | আপন দেশ

সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের অধীনে

সরকার বিরোধী জোটে পিটিআই

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৮:০৬, ২২ ফেব্রুয়ারি ২০২৪

সরকার বিরোধী জোটে পিটিআই

ছবি: সংগৃহীত

অবশেষে বিরোধী জোট হওয়ার সিদ্ধান্ত নিয়েছে পিটিআই। সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের (এসআইসি) অধীনে সংসদে যাবে দলটি। আনুষ্ঠানিক হলফনামায় পাকিস্তানের নির্বাচন কমিশনের (ইসিপি) কাছে প্রস্তাব পাঠিয়েছে প্রার্থীরা। খবর দ্য ডনের।

পিটিআই–সমর্থিত স্বতন্ত্রদের মধ্যে জাতীয় পরিষদে ৮৯, খাইবার পাখতুনখাওয়ার প্রাদেশিক পরিষদের ৮৫, পাঞ্জাব প্রাদেশিক পরিষদের ১০৬ এবং সিন্ধু প্রাদেশিক পরিষদের ৯ সদস্য হলফনামা দিয়েছেন। এর মধ্য দিয়ে জাতীয় পরিষদে বিরোধী জোটের আসন সংখ্যা ৯৩-তে দাঁড়িয়েছে।

যদিও দলটির তিন নেতা এখন পর্যন্ত হলফনামা জমা দেননি। তারা হলেন- ওমর আইয়ুব খান, ব্যারিস্টার গহর আলী খান ও আলী আমিন। তাছড়া ইসিপি এখনও একজন প্রার্থীর প্রজ্ঞাপণ জারি করেনি।

মূলত আন্তঃদলীয় নির্বাচনে অংশ নেয়ায় হলফনামা দেননি আইয়ুব ও গহর আলী। অন্যদিকে আলী আমিনকে কেপির মুখ্যমন্ত্রী হিসেবে মনোনয়ন দেয়া হয়েছে।

এদিকে নওয়াজ শরিফ ও বিলাওয়াল ভুট্টো জারদারি জোট সরকার গঠনের সিদ্ধান্ত নিয়েছেন। তাদের দলের শীর্ষ নেতারা ইসলামাবাদে সংবাদ সম্মেলনে বলেছেন, পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ও পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) এখন সম্পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। আমরা পরবর্তী সরকার গঠনের অবস্থানে রয়েছি।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়