Apan Desh | আপন দেশ

পাকিস্তানে কয়লা খনিতে বিস্ফোরণ, নিহত ১২ 

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭:১৪, ২০ মার্চ ২০২৪

পাকিস্তানে কয়লা খনিতে বিস্ফোরণ, নিহত ১২ 

ছবি: সংগৃহীত

পাকিস্তানের বেলুচিস্তানে কয়লা খনিতে বিস্ফোরণে ১২ শ্রমিক নিহত হয়েছেন। শক্তিশালী বিস্ফোরণে খনিটির একটি বড় অংশ ধসে পড়েছে। এতে খনিটির ভেতরে ২০ শ্রমিক আটকা পড়েন। বুধবার (২০ মার্চ) ভোররাতে বেলুচিস্তানের হারনাই জেলার জারদালো এলাকার খনিতে ঘটনাটি ঘটে। খবর ডনের।

এদিন সকালে বেলুচিস্তান প্রদেশের প্রধান খনি পরিদর্শক আব্দুল গনি বালুচ গণমাধ্যমকে বলেন, উদ্ধার অভিযান এইমাত্র শেষ হয়েছে।

তিনি জানান, রাতে খনিটিতে মিথেন গ্যাসের কারণে বিস্ফোরণ ঘটে, এতে ২০ জন শ্রমিক আটকা পড়েন। উদ্ধারকারী দলগুলো ১২ মরদেহ উদ্ধার করেছে। জীবিতদের হাসপাতালে নেয়া হয়েছে। রাতেই দুটি মরদেহ উদ্ধার করা হয়। বাকিগুলো ভোর সকালে বের করে আনা হয়।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ক্ষতিগ্রস্ত পরিবার ও আহতদের সরকার সব ধরনের সহযোগিতা দেবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।

পাকিস্তানের পশ্চিমাঞ্চলে আফগানিস্তানের সীমান্তসংলগ্ন অঞ্চলের ভূগর্ভে কয়লার মজুত পাওয়া যায়। এ এলাকার খনিগুলোতে খনিজ গ্যাসের কারণে প্রায়ই বিস্ফোরণের ঘটনা ঘটে।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

জনপ্রিয়