Apan Desh | আপন দেশ

পাকিস্তানে যাত্রীবাহী ট্রাক খাদে ১৭ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৪৫, ১১ এপ্রিল ২০২৪

আপডেট: ১৭:১৭, ১১ এপ্রিল ২০২৪

পাকিস্তানে যাত্রীবাহী ট্রাক খাদে ১৭ জন নিহত

নিহতদের মরদেহ উদ্ধার করে হাসপাতালে নেয়া হচ্ছে। ছবি: এএফপি

পাকিস্তানে একটি যাত্রীবাহী ট্রাক উলটে খাদে পড়ে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ৩০ জনেরও বেশি মানুষ। বৃহস্পতিবার (১১ এপ্রিল) পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

বেলুচিস্তানের সাকরো অঞ্চলের সাব-ডিভিশনাল পুলিশ কর্মকর্তা ওয়াজিদ আলি বলেন, এ দুর্ঘটনা আহত ট্রাকচালক পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

তিনি আরও জানিয়েছেন, সড়কের একটি তীক্ষ্ণ মোড়ে এই দুর্ঘটনা ঘটে। বাসটি জেয়ারতকারীদের নিয়ে ঠাট্টা জেলা থেকে হাব জেলা হয়ে খুজদার জেলায় অবস্থিত শাহ নূরানির মাজারে যাচ্ছিল।

করাচির সোহরাব গোঠ এলাকার এধি মর্গের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পুলিশ কর্মকর্তা ওয়াজিদ আলি বলেন, মাকলির কাসিম জোখিও গ্রাম থেকে ৭০ জনেরও বেশি লোক জেয়ারতের উদ্দেশ্যে রওনা হয়েছিল।

নিহত ১৭ জনের মধ্যে অন্তত ১৫ জনের পরিচয় পাওয়া গেছে-জানান ওই পুলিশ কর্তা।

এদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়