Apan Desh | আপন দেশ

ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে হিলি বন্দর বন্ধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:২২, ২৬ জানুয়ারি ২০২৩

ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে হিলি বন্দর বন্ধ

ফাইল ছবি

ভারতের ৭৪তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি একদিনের জন্য বন্ধ রয়েছে। বন্দর দিয়ে ভারত থেকে আমদানি-রফতানি বন্ধ থাকলেও বন্দরের ওয়ার হাউজে পণ্য উঠা-নামা ও ছাড় করণের কাজ স্বাভাবিক রয়েছে।

বন্দরের বে-সরকারি অপারেটর প্রতিষ্ঠান পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের সহকারী ব্যবস্থাপক অসিত কুমার শ্যানাল জানিয়েছেন, ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে একদিনের জন্য বন্দরের আমদানি-রফতানি বন্ধ রেখেছেন ভারতের ব্যবসায়ীরা। ফলে সকাল থেকে হিলি স্থলবন্দর দিয়ে দু’দেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে বন্দরের অন্যান্য কাজ স্বাভাবিক রয়েছে।

এদিকে হিলি ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে, বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকলেও স্বাভাবিক রয়েছে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোর্টে যাত্রী পারাপার।

আপন দেশ ডটকম/ এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়