Apan Desh | আপন দেশ

অর্ধেক ভূখণ্ড পুনরুদ্ধার করেছে ইউক্রেন: ব্লিঙ্কেন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:৫৭, ২৩ জুলাই ২০২৩

অর্ধেক ভূখণ্ড পুনরুদ্ধার করেছে ইউক্রেন: ব্লিঙ্কেন

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন -ছবি: রয়টার্স

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, পাল্টা হামলা চালিয়ে রাশিয়ার দখলকৃত প্রায় ৫০ শতাংশ ভূখণ্ড ফিরিয়ে নিয়েছে ইউক্রেন। তবে কিয়েভের এই পাল্টা আক্রমণ আরও কয়েক মাস চলবে। খবর রয়টার্স

সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‌‘প্রাথমিকভাবে রাশিয়া যে ভূ-খণ্ড দখল করেছিল হয়েছিল তার প্রায় ৫০ শতাংশ ইতোমধ্যে মুক্ত করেছে ইউক্রেনের সেনারা।

সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ইউক্রেন এখনও পাল্টা হামলার প্রাথমিক পর্যায়ে আছে। এটা একটা কঠিন যুদ্ধ। এই যুদ্ধ আগামী দুই সপ্তাহের মধ্যে শেষ করা যাবে এমন না। আমার মনে হয় পুরোপুরি দখলমুক্ত করার জন্য আমাদের আরও কয়েক মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে।

আপন দেশ/এমএমজেড

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়