Apan Desh | আপন দেশ

সিটি করপোরেশনসহ ২৩৩টি নির্বাচনের তফসিল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৪৫, ২৪ জানুয়ারি ২০২৪

সিটি করপোরেশনসহ ২৩৩টি নির্বাচনের তফসিল ঘোষণা

ফাইল ছবি

ময়মনসিংহ সিটি করপোরেশন, কুমিল্লা সিটি করপোরেশনের উপনির্বাচন এবং পাঁচটি পৌরসভার নির্বাচনসহ ২৩৩টি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে নির্বাচন কমিশন ভবনে এক সংবাদ সম্মেলনে ইসি সচিব জাহাঙ্গীর আলম এই তারিখ ঘোষণা করেন।

আরও পড়ুন <> জানুয়ারিতে থাকবে শীতের তীব্রতা

তিনি জানান, সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ সময় ১৩ ফেব্রুয়ারি, যাচাইবাছাই ১৫ ফেব্রুয়ারি, মনোনয়ন প্রত্যাহার ২২ ফেব্রুয়ারি এবং পরদিন ২৩ ফেব্রুয়ারি প্রতীক বরাদ্দ হবে। ভোট হবে আগামী ৯ মার্চ।

তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নির্দেশে সিটি করপোরেশন, পৌরসভা ও জেলা পরিষদের সাধারণ নির্বাচনে ইভিএমে ভোটগ্রহণ করা হবে। বাকি যে ভোট আছে সেখানে ব্যালট পেপারের মাধ্যমে গ্রহণ করা হবে।

আপন দেশ/এমআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

জনপ্রিয়