Apan Desh | আপন দেশ

‘সরকার তথ্যের অবাধ স্বাধীনতা চায়’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:০২, ২৫ জানুয়ারি ২০২৪

‘সরকার তথ্যের অবাধ স্বাধীনতা চায়’

ফাইল ছবি

গণতন্ত্রের স্বার্থে তথ্যের অবাধ স্বাধীনতা চায় সরকার। একই সঙ্গে অপতথ্যকেও জবাবদিহিতার আওতায় আনতে চায়। জানিয়েছেন নবনিযুক্ত তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সচিবালয়ে অ্যাসোসিয়েশন অব টিভি চ্যানেল ওনার্সের (এটকো) নেতাদের সঙ্গে বৈঠক করেন। এ সময় এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন>> দেশের উন্নয়নে চীনের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

তথ্য প্রতিমন্ত্রী বলেন, সঠিক তথ্যের ওপর সমালোচনা হলে সরকার তা থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাবে। তবে যারা অপপ্রচার চালায়, তাদের জবাবদিহির আওতায় আনা হবে।  সেই সঙ্গে সবার জন্য মতপ্রকাশের স্বাধীনতা থাকবে।

অপতথ্য ও গুজবমুক্ত গণমাধ্যম গড়ে তুলতে বেসরকারি টেলিভিশনগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। বলেন, উদ্দেশ্যমূলক ভুল তথ্য দিয়ে জাতিতে বিভ্রান্ত করার চেষ্টা করলে তা রুখে দিতে হবে।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

জনপ্রিয়