Apan Desh | আপন দেশ

ভোট দেখতে রাশিয়া যাচ্ছেন সিইসি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৩৫, ২৯ জানুয়ারি ২০২৪

ভোট দেখতে রাশিয়া যাচ্ছেন সিইসি

ফাইল ছবি

রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন আগামী ১৭ মার্চ। ভোট দেখতে মস্কো যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। আগামী ১২ মার্চ রাশিয়ার উদ্দেশ্যে রওনা দিতে পারেন। আট দিনের সফর শেষে দেশে ফিরবেন ১৯ মার্চ।

ইসির উপ-সচিব মো. শাহ আলম। রোববার এ সংক্রান্ত একটি চিঠি প্রধান হিসাব ও অর্থ কর্মকর্তার কাছে পাঠিয়েছেন। এই সফরে সিইসির সঙ্গে তার একান্ত সচিব মো. রিয়াজ উদ্দিন থাকবেন।

আরও পড়ুন>> যুক্তরাষ্ট্রে ভোটকেন্দ্র খুলবে রাশিয়া

চিঠিতে জানানো হয়, রাশিয়ান ফেডারেশন সফর করবেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। সফর সঙ্গী হিসেবে থাকবেন তার একান্ত সচিব মো. রিয়াজ উদ্দিন। দেশটির প্রেসিডেন্ট নির্বাচন পর্যবেক্ষণ, নির্বাচনী সার্বভৌমত্ব অনুষ্ঠানে যোগ দেবেন তারা। আগামী ১৪ থেকে ১৮ মার্চ তারা কিছু শর্তসাপেক্ষে রাশিয়া সফর করবেন।

এই সফরে বাংলাদেশ নির্বাচন কমিশন বিমান ভাড়া এবং অন্য আনুষঙ্গিক খরচ বহন করবে।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়