Apan Desh | আপন দেশ

‘আমাদেরও দোষ আছে, সস্তা পেলে বেশি খাই’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৪২, ৮ ফেব্রুয়ারি ২০২৪

‘আমাদেরও দোষ আছে, সস্তা পেলে বেশি খাই’

ফাইল ছবি

আমাদেরও দোষ আছে। আমরা আবার সস্তা খুঁজতে যাই। একটু সস্তা পেলে বেশি খাই। চিন্তা করতে হবে, মানসম্মত উৎপাদন করতে গেলে খরচ বেশি, সেটা দিয়ে আমরা অল্প খাব। কিন্তু ভালো জিনিস খাব। বলেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

মন্ত্রী বলেন, বড় উৎপাদকদের নিরাপদ খাদ্যের ব্যাপারে সচেতন হতে হবে। আমাদের কৃষিবিদদের দায়িত্ব-কর্তব্য, কী পরিমাণ সার দিলে দূষণ হবে না ও ফলনটা ভালো পাব- ১৭ কোটি মানুষের জন্য তো আমাকে উৎপাদন করতে হবে। কী ধরনের পেস্টিসাইড দিলে কীট মারা যাবে কিন্তু মানুষের ক্ষতি হবে না, এটার জের কত দিন থাকবে, কত দিন পরে বাজারজাত করা যাবে, এটাও কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব।

 আরও পড়ুন>> মন্ত্রীর হুঁশিয়ারিতেও কমছে না চালের দাম

তিনি বলেন, যারা বড় বড় উৎপাদক, উৎপাদন করেন, যারা প্যাকেটজাত করেন; প্রাণ, এসিআই আরও বিভিন্ন যারা আছে, তাদেরও চিন্তা করতে হবে যে, তারা উৎপাদন করে, প্যাকেটজাত করে, বাজারে ছাড়েন সেটা কতখানি নিরাপদ? 

এই উপলক্ষে দেশের ঐতিহ্যবাহী খাবার নিয়ে প্রথমবারের মতো শুরু হয়েছে তিন দিনব্যাপী সেফ ফুড কার্নিভাল।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়