Apan Desh | আপন দেশ

ইসলামী আন্দোলনকে ঢাকায় মহাসমাবেশের অনুমতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:১৫, ১ নভেম্বর ২০২৩

ইসলামী আন্দোলনকে ঢাকায় মহাসমাবেশের অনুমতি

ছবি: আপন দেশ

আগামী ৩ নভেম্বর (শুক্রবার) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করতে ইসলামী আন্দোলন বাংলাদেশকে অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। তবে মহাসমাবেশ করতে হলে ডিএমপির ২০টি শর্ত মানতে হবে তাদের।

সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন, সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতির প্রবর্তন এবং বর্তমান নির্বাচন কমিশন বাতিলের দাবিতে এ মহাসমাবেশ করবে দলটি।

বুধবার (১ নভেম্বর) ডিএমপির কমিশনারের পক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় দফতরর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরীকে এ তথ্য জানানো হয়।

ডিএমপির ২০টি শর্তে বলা হয়, আবেদনের পরিপ্রেক্ষিতে ২০ শর্ত যথাযথভাবে পালন সাপেক্ষে ৩ নভেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশকে মহাসমাবেশ করার অনুমতি দেওয়া হলো।

আপন দেশ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

জনপ্রিয়