Apan Desh | আপন দেশ

বিএনপিসহ বিরোধী দলগুলোর আন্দোলনে সমর্থন

সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৪১, ১৫ জুলাই ২০২৩

আপডেট: ১৯:৪২, ১৫ জুলাই ২০২৩

সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

ছবি: সংগৃহীত

শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের পদত্যাগ এবং সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সেই সঙ্গে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচনের দাবিতে বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দলগুলোর সব শান্তিপূর্ণ আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছে তারা।

এছাড়া আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ৩ দফা দাবিতে ৩টি কর্মসূচি ঘোষণা করেছে দলটি।

শনিবার (১৫ জুলাই) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করেন দলের আমির ও পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

ইসলামী আন্দোলনের ৩ দফা দাবি হচ্ছে- বিতর্কিত ও ব্যর্থ নির্বাচন কমিশন বাতিল, সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতির প্রবর্তন, সরকারের পদত্যাগ এবং বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরণে বর্তমান সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন।

এ  দাবিতে চরমোনাই পীর ৩টি কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচিগুলো হচ্ছে- ১৬ জুলাই থেকে ৩১ আগস্ট পর্যন্ত দেশের সব থানায় ‘তৃণমূল প্রতিনিধি সম্মেলন’। সেপ্টেম্বরের মাসব্যাপী সব জেলা ও মহানগরে সমাবেশ এবং ওলামা সম্মেলন। সরকারের পদত্যাগ এবং একটি সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচনের দাবিতে বিএনপিসহ সব বিরোধী রাজনৈতিক দলের শান্তিপূর্ণ আন্দোলনের প্রতি সমর্থন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা শেখ ফজলে বারী মাসউদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন দলের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মুহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য আল্লামা নুরুল হুদা ফয়েজী, আশরাফ আলী আকন, মাহবুবুর রহমান, উপদেষ্টা পরিষদের সদস্য খালেদ সাইফুল্লাহ, যুগ্ম মহাসচিব আমিনুল ইসলাম, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম এবং সহকারী মহাসচিব ও মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম  প্রমুখ।

আপন দেশ/এমএমজেড

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

জনপ্রিয়