Apan Desh | আপন দেশ

বিএনপি কার্যালয়ের সামনে বাড়ছে নেতাকর্মী, সতর্ক পুলিশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:০৯, ২৬ জুলাই ২০২৩

বিএনপি কার্যালয়ের সামনে বাড়ছে নেতাকর্মী, সতর্ক পুলিশ

ছবি : সংগৃহীত

বৃহস্পতিবার (২৭ জুলাই) রাজধানীতে মহাসমাবেশের ডাক দিয়েছে বিএনপি। তবে, এখনও অনুমতি পায়নি দলটি। এরপরও নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি বাড়ছে পুলিশের উপস্থিতি। সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

বুধবার (২৬ জুলাই) বিকেলে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং এর আশপাশের গলিতে জড়ো হতে শুরু করেছেন নেতাকর্মীরা। কার্যালয়ের ভেতরে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিতিতে চলছে স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠক। অন্যদিকে, কার্যালয়ের পাশে বাড়ছে পুলিশের উপস্থিতিও।

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু জানান, নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার সব ধরনের প্রস্তুতি রয়েছে।

আরও পড়ুন: বিএনপিকে ফের গোলাপবাগ যেতে বলল ডিএমপি

এদিন বেলা সাড়ে ৪টার দিকে মহাসমাবেশের প্রস্তুতিসহ সার্বিক বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করার কথা ছিল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। এখনও সংবাদ সম্মেলন হয়নি।

গোলাপবাগ মাঠে মহাসমাবেশ করার পরামর্শ বিএনপিকে

বিএনপিকে রাজধানীর গোলাপবাগ মাঠে মহাসমাবেশ করার পরামর্শ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বুধবার (২৬ জুলাই) বিকেলে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, সোহরাওয়ার্দী উদ্যানের বিষয়ে হাইকোর্টের একটি অবজারভেশন রয়েছে। তাই ওয়ার্কিং ডে-তে এখানে সম্ভব নয়। আমরা তাদের গোলাপবাগ মাঠে মহাসমাবেশ করার পরামর্শ দিচ্ছি।

আরও পড়ুন: ২৭ জুলাই রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন

এদিকে ডিএমপি সূত্রে জানা যায়, এখনও বিএনপিকে বৃহস্পতিবার (২৭ জুলাই) মহাসমাবেশের অনুমতি দেয়া হয়নি। এছাড়া ওয়ার্কিং ডে-তে বিএনপিকে নয়াপল্টনে মহাসমাবেশ করার অনুমতি দিতে চাইছে না ডিএমপি।

গত ২২ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে তারুণ্যের সমাবেশ থেকে সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দেয়া, খালেদা জিয়াসহ রাজবন্দিদের মুক্তিসহ এক দফা দাবিতে ঢাকায় মহাসমাবেশ করার ঘোষণা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এজন্য তারা ডিএমপি সদর দফতর গিয়ে সোহরাওয়ার্দী অথবা দলীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশের অনুমতি চেয়েছে।

অন্যদিকে, দেশব্যাপী বিএনপি-জামায়াতের হত্যা, ষড়যন্ত্র, নৈরাজ্য ও তাণ্ডবের প্রতিবাদে ‘তারুণ্যের জয়যাত্রা’ ব্যানারে ২৭ জুলাই (বৃহস্পতিবার) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশ করার ঘোষণা দেয় যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ। 

শেষ খবর পাওয়া পর্যন্ত জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশ করার অনুমতি দেয়নি ডিএমপি।

গত ২২ জুলাই এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টির পক্ষ থেকে জানানো হয়, এক দফা দাবিকে চূড়ান্ত রূপ দিতে ২৭ জুলাই ঢাকার আরামবাগে মহাসমাবেশ করবে গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টি।

২৭ জুলাই সকাল ১১টায় বিজয়নগর পানির ট্যাংকের সামনে ১২ দলীয় জোট মহা-সমাবেশ করবে বলে জানায় বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের সমন্বয়ক অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা। একই দিন দুপুর ২টায় রাজধানীর পূর্ব পান্থপথে এফডিসি সংলগ্ন এলডিপির কার্যালয়ের সামনে এলডিপি মহাসমাবেশ করার ঘোষণা দেয় দলটির মহাসচিব ড. রেদোয়ান আহমদ।

আরও পড়ুন: ২৭ জুলাই নিয়ে শঙ্কা, শিক্ষকদের ক্লাসে ফেরার নির্দেশ দীপু মনির

একই দিন দুপুর ২টা থেকে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে প্রতিবাদ সমাবেশ করার ঘোষণা দেয় ইসলামী আন্দোলন বাংলাদেশ। গণতন্ত্র মঞ্চও বিকেল ৩টায় সমাবেশ করার ঘোষণা দেয়। শিল্পকলা একাডেমি অথবা পুরানা পল্টন এলাকায় তাদের সমাবেশ করার কথা।

এছাড়া, জাতীয় প্রেস ক্লাবের সামনে সামাবেশ করার কথা রেজা কিবরিয়ার নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদের।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়