Apan Desh | আপন দেশ

ডাকঘর কখনো মরবে না: ডাক মন্ত্রী

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৫১, ৬ আগস্ট ২০২২

আপডেট: ১০:০৩, ৮ আগস্ট ২০২২

ডাকঘর কখনো মরবে না: ডাক মন্ত্রী

টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার

ডাকঘর কখনো মরবে না, প্রযুক্তির পরিবর্তন হয়েছে, ডাকঘরও ডিজিটাল হচ্ছে। এ কথা জানিয়েছেন, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার।

শনিবার (৬ আগস্ট) মাদারীপুরের রাজৈর উপজেলার নির্মাণাধীন ডাকঘর অফিস পরিদর্শনে আসেন মন্ত্রী। 

মোস্তাফা জব্বার বলেন, বাংলাদেশ একটা সোনা ফলা দেশ। আশা করি আমাদের মায়েরা এ সোনার বাংলা গড়ে তোলার ক্ষেত্রে অসাধারণ ভূমিকা রাখবেন। 

মন্ত্রীকে উপজেলা কর্মকর্তাগণসহ স্থানীয় নেতারা ফুলেল শুভেচ্ছা জানান। 

এ সময় উপস্থিত ছিলেন- মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিসুজ্জামান, রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন, জেলা যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক জিহাদুর রহমান সবুজ, পৌর আওয়ামী লীগের সম্পাদক সুমন তালুকদার, জেলা ছাত্রলীগের কার্যকরী সদস্য  সুজন হোসেন রিফাত, বদরপাশা ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক হাওলাদার প্রমুখ।

আপন দেশ ডটকম/ নূর / বকুল

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়