Apan Desh | আপন দেশ

সিরিজ বাঁচানোর ম্যাচ

বাংলাদেশ টস হেরে ফিল্ডিংয়ে

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ০৯:৪৭, ৩০ মার্চ ২০২৪

আপডেট: ১২:১৮, ৩০ মার্চ ২০২৪

বাংলাদেশ টস হেরে ফিল্ডিংয়ে

ছবি : সংগৃহীত

সিলেট টেস্টে সফরকারী শ্রীলঙ্কার কাছে পাত্তাই পায়নি টাইগাররা। এবার ঘুরে দাঁড়ানোর মিশন। সেই মিশনে শনিবার (৩০ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মাঠে নেমেছে নাজমুল হোসেন শান্তর দল।

সিরিজ বাঁচানোর লড়াইয়ে টস হেরেছে বাংলাদেশ। টস জিতে নাজমুল শান্তদের ফিল্ডিংয়ে পাঠিয়েছে শ্রীলঙ্কা।

সিরিজের দ্বিতীয় টেস্টে বাধ্য হয়ে একটি পরিবর্তন আনতে হয়েছে শ্রীলঙ্কাকে। ইনজুরির কারণে গত টেস্টে ৮ উইকেট নেয়া কাসুন রাজিথাকে পাচ্ছে না লঙ্কানরা। তার বদলে দলে সুযোগ পেয়েছেন আসিথা ফার্নান্দো। বাংলাদেশের বিপক্ষে বল হাতে দারুণ রেকর্ড রয়েছে এই পেসারের। ২০২২ সালে মিরপুরে বাংলাদেশের বিপক্ষে ১০ উইকেট নেয়ার কীর্তি রয়েছে এই আসিথার। 

আরও পড়ুন <> গজনফর রহস্য স্পিনার

বাংলাদেশের সম্ভাব্য একাদশ : মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, নাহিদ রানা/হাসান মাহমুদ।

শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ : দিমুথ করুণারত্নে, নিশান মাদুশকা, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দিনেশ চান্দিমাল, ধনঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), কামিন্দু মেন্ডিস, রমেশ মেন্ডিস/লাহিরু কুমারা, প্রবাথ জয়সুরিয়া, আসিথা ফার্নান্দো, বিশ্ব ফার্নান্দো।

আপন দেশ/এমআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়