Apan Desh | আপন দেশ

জোড়া গোল করে মায়ামিকে জেতালেন মেসি

ক্রীড়া ডেস্ক 

প্রকাশিত: ০৮:৫৮, ২৬ জুলাই ২০২৩

জোড়া গোল করে মায়ামিকে জেতালেন মেসি

লিওনেল মেসি

যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামির হয়ে অভিষেক ম্যাচে আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসি মাঠে নেমেছিলেন ৫৪ মিনিটে। শেষ মুহূর্তে জাদুকরী এক ফ্রি-কিকে জিতিয়েছিলেন দলকে। আটলান্টার বিপক্ষে মেসি ছিলেন শুরুর একাদশেই। সমর্থকেরা তাই মেসি–জাদু আরও একটু বেশি দেখার সুযোগ পেলেন এই ম্যাচে। কাতার বিশ্বকাপজয়ী অধিনায়কের জোড়া গোল ও এক অ্যাসিস্টে লিগস কাপে আটলান্টাকে ৪-০ ব্যবধানে হারিয়েছে ইন্টার মায়ামি। মায়ামির হয়ে বাকি দুটি গোল করেছেন রবার্ট টেইলর। 

মেসির মতো শুরুর একাদশে ছিলেন সের্হিও বুসকেতসও। বার্সেলোনার সাবেক দুই ফুটবলার ম্যাচে ইমপ্যাক্ট ফেলতে খুব বেশি সময়ও নেননি। ম্যাচের মাত্র ৮ মিনিটেই বুসকেতসের বাড়ানো বলে গোল করেন মেসি। 

প্রথম দফায় অবশ্য মেসির শট লাগে গোলপোস্টে। তবে পোস্টে লেগে ফিরে আসা বল ডান পা দিয়ে জালে জড়ান মেসিই। মায়ামির পরের গোলটিও আসে মেসির পা থেকে, চিরচেনা বাঁ পা নয়, মেসি এই গোলও করেন ডান পা দিয়ে। গোলটি আসে ২২ মিনিটে টেইলরের সহায়তায়।

আরও পড়ুন <> মায়ামির অধিনায়ক হচ্ছেন মেসি

মেসির দ্বিতীয় গোলে সহায়তা করা সেই টেইলরের পা থেকেই আসে মায়ামির তৃতীয় গোল। এই গোলের উৎসও ছিলেন আর্জেন্টাইন অধিনায়ক। প্রথমার্ধের শেষদিকে মেসি বল বাড়ান বেঞ্জামিন ক্রেমাসচির দিকে। এরপর ক্রেমাসচির পাস দেন টেইলরকে। সেখান থেকে দুর্দান্ত এক শটে বল জালে জড়ান টেইলর। তাতে প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায় টাটা মার্টিনোর দল। বিরতির পর ফিরে বাকি গোলটাও করেন টেইলর। ৫৩ মিনিটে মেসির বাড়ানো বল কাজে লাগিয়ে গোল করেন টেইলর।

জয় নিশ্চিত করে ৭৭ মিনিটে মাঠ ছাড়েন মেসি। বদলি হিসেবে নামেন রবি রবিনসন। বুসকেতসকে বদলি করা হয় আরও ৫ মিনিট আগে। 

শেষদিকে আটলান্টা পেনাল্টি পেলেও হারের ব্যবধান কমাতে পারেনি। পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন আর্জেন্টাইন ফুটবলার থিয়াগো আলমাদা। শেষ পর্যন্ত মায়ামি জেতে ৪-০ গোলেই।

আপন দেশ/আরএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

জনপ্রিয়