Apan Desh | আপন দেশ

আগামী পাঁচ বছর রেকর্ড গরম পড়তে পারে!

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ২৩:২৮, ১৭ মে ২০২৩

আগামী পাঁচ বছর রেকর্ড গরম পড়তে পারে!

ছবি: সংগৃহীত

জাতিসংঘ বলছে আগামী পাঁচ বছর রেকর্ড গরম পড়তে পারে বুধবার বিশ্ব আবহাওয়া সংস্থা এ কথা বলেছে। সংস্থার তথ্যমতে, ‘তাপ আটকে রাখা গ্রিনহাউজ গ্যাস এবং প্রাকৃতিকভাবে ঘটে যাওয়া এল নিনো ঘটনা’ কারণে বৈশ্বিক তাপমাত্রা আগামী পাঁচ বছরে রেকর্ড মাত্রায় বাড়তে পারে।

ডব্লিউএমও বলেছে, ৯৮ শতাংশ আশঙ্কা রয়েছে, ২০২৩-২০২৭ সালে মধ্যে কমপক্ষে এক বছর এবং পুরো সময়টি ভূপৃষ্ঠের কাছাকাছি বার্ষিক গড় বৈশ্বিক তাপমাত্রা রেকর্ড মাত্রায় উষ্ণ হবে।

জাতিসংঘের সংস্থাটি আরও বলেছে, ৬৮ শতাংশ সম্ভাবনা রয়েছে, সেই বছরগুলোর অন্তত একটিতে বার্ষিক গড় প্রাক-শিল্প স্তরের ওপরে ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাবে।

ডব্লিউএমও-র মহাসচিব অধ্যাপক পেটেরি তালাস বলেন, ‘এই প্রতিবেদনের অর্থ এই নয় যে, আমরা স্থায়ীভাবে প্যারিস চুক্তিতে নির্দিষ্ট ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস স্তর অতিক্রম করবো। এটি বহু বছর ধরে দীর্ঘমেয়াদী উষ্ণায়নকে বোঝায়।” “তবে ডব্লিউএমও সতর্ক করেছে যে, আমরা ক্রমবর্ধমানভাবে অস্থায়ী ভিত্তিতে ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির সীমা পেরিয়ে যাব।’

ডব্লিউএমও-র এক বিবৃতিতে বলা হয়েছে, গত বছর বৈশ্বিক গড় বার্ষিক তাপমাত্রা ১৮৫০-১৯০০ সালের গড় তাপমাত্রা থেকে প্রায় ১ দশমিক ১৫ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল।

আপন দেশ/এবি/তথ্যসূত্র: এএফপি/রয়টার্স

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়