
ছবি : আপন দেশ
রাজধানী ঢাকায় প্রায় শতক বা তার চেয়েও বেশি কিলোমিটার বেগে কালবৈশাখী আঘাত হেনেছে। মঙ্গলবার (২৩ মে) বিকেল ৫টার পর এ ঝড় শুরু হয়, চলে প্রায় এক ঘণ্টা। এ সময় বজ্রসহ বৃষ্টিও হয়।
সন্ধ্যায় আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বিকেলে শুরু হওয়া কালবৈশাখীর সর্বোচ্চ গতি ১০২ কিলোমিটার রেকর্ড করা হয় উত্তরায়। তবে আগারগাঁওয়ে ঝড়ের গতি রেকর্ড করা হয় ৭৪ কিলোমিটার। ঝড়ের সঙ্গে বৃষ্টি ও বজ্রপাত হয়। এক থেকে দুই ঘণ্টা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হওয়ার পর আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।
সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকায় ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানান তিনি।
আপন দেশ/এবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।