Apan Desh | আপন দেশ

রাজাপুর হানাদার মুক্ত দিবস

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত: ২২:৪৭, ২৩ নভেম্বর ২০২৩

রাজাপুর হানাদার মুক্ত দিবস

ফাইল ছবি

আজ ২৩ নভেম্বর ঝালকাঠির রাজাপুর থানা পাক-হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের আজকের দিনে মুক্তিযুদ্ধ কালীন ৯ নাম্বার সেক্টরের আওতাধীন বরিশাল অঞ্চলের মধ্যে ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলা সর্বপ্রথম হানাদার মুক্ত হয়।

বৃহত্তর বরিশালের মধ্যে রাজাপুরের আকাশে ওড়ে প্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা। ১৯৭১ সালের ১৪ নভেম্বর থেকেই রাজাপুরে তীব্র হয় মুক্তিযোদ্ধাদের আক্রমণ। দেশীয় দোসরদের সহায়তায় পাকবাহিনী সাধারণ জনগণকে ধরে এনে বধ্যভূমি সংলগ্ন খালের ঘাটে বেঁধে গুলি করে খালে ফেলে দেয়।

তৎকালীন ছাত্রলীগ নেতা আবুল কালাম আজাদকে জাঙ্গালিয়া নদীর পাড়ে গর্ত করে জীবন্ত মাটিচাপা দেয় হানাদাররা। ১৯৭১ সালের ২২ নভেম্বর রাতে মুক্তিযোদ্ধারা রাজাপুর থানা আক্রমণ করেন। এ যুদ্ধে তৎকালীন থানা কমান্ডার কেরামত আলী আজাদের নেতৃত্বে প্রায় ৩০০ মুক্তিযোদ্ধা অংশগ্রহণ করেন। পরদিন সকাল পর্যন্ত চলে যুদ্ধ। এ যুদ্ধে আব্দুর রাজ্জাক ও হোসেন আলী নামে দুজন বীর মুক্তিযোদ্ধা শহীদ হন। আহত হন ক্যাপ্টেন শাহজান ওমরসহ অনেক মুক্তিযোদ্ধা।

দিনটি রাজাপুর প্রেসক্লাব প্রতিবছরের ন্যায় এ বছরেও উদযাপন করেছে। দুপুর ১ টায় রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে 'গল্পে গল্পে মুক্তিযুদ্ধ' বিষয়ক একটি অনুষ্ঠানের আয়োজন করে রাজাপুর প্রেসক্লাব। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে গল্পের ছলে মুক্তিযুদ্ধ কালীন বিভিন্ন ঘটনা তুলে ধরেন রাজাপুর উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাহ আলম নান্নু।

রাজাপুর প্রেসক্লাবের সভাপতি এনামুল হোসেন খান এর সভাপতিত্বে বক্তব্য প্রদান করেন, অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক ফারুক সিদ্দিকী, প্রেসক্লাবের সাবেক সভাপতি মনিরুজ্জামান খান। এসময় রাজাপুর প্রেসক্লাবের সকল সদস্য, মুক্তিযোদ্ধা, শিক্ষক, শিক্ষার্থী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপন দেশ/প্রতিনিধি/ এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়