Apan Desh | আপন দেশ

রাজশাহীর ৪ ভোটকেন্দ্রে আগুন, হাতবোমা উদ্ধার

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত: ১৫:১২, ৫ জানুয়ারি ২০২৪

রাজশাহীর ৪ ভোটকেন্দ্রে আগুন, হাতবোমা উদ্ধার

ছবি: সংগৃহীত

রাজশাহীর তিন আসনের চারটি ভোটকেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। একটি ভোটকেন্দ্রের সামনে দুইটি হাতবোমা পাওয়া গেছে। শুক্রবার (৫ জানুয়ারি) ভোরে জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, এসব ঘটনায় কেউ হতাহত হয়নি এবং বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

ভোটকেন্দ্রগুলো হলো—রাজশাহী-৩ আসনের মোহনপুর উপজেলার মতিহার উচ্চ বিদ্যালয়, রাজশাহী-৪ আসনের বাগমারা উপজেলার আক্কেলপুর উচ্চ বিদ্যালয় এবং রাজশাহী-৬ আসনের বাঘা উপজেলার ঝিনা প্রাথমিক বিদ্যালয় ও জোতনশী প্রাথমিক বিদ্যালয়।

এর মধ্যে বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায় বাগমারার (রাজশাহী-৪) আক্কেলপুর উচ্চ বিদ্যালয়ের একটি পরিত্যক্ত কক্ষে পেট্রোল বোমা বিস্ফোরণ হয়ে আগুন লাগে। পরে ভোটকেন্দ্রের সামনে থেকে দুইটি হাতবোমা উদ্ধার করে পুলিশ।

আরও পড়ুন>> ২০০৮ সালের পর বাংলাদেশে বিশ্বাসযোগ্য নির্বাচন হয়নি

বাগমারার আরেক কেন্দ্র গণিপুর উচ্চ বিদ্যালয়ে আগুনের ঘটনা ঘটে। রাজশাহী-৬ আসনের আড়ানী ঝিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে মাঝরাতে প্রধান শিক্ষকের কক্ষে আগুন লাগে। স্থানীয়রা এ আগুন নেভায়। তবে আগুনে ঘরের আসবাবপত্র, বইপত্র ও কাগজপত্র পুড়ে গেছে।

নির্বাচনী এলাকার বাঘা উপজেলার আরেকটি ভোটকেন্দ্র জোতনশী প্রাথমিক বিদ্যালয়ে একটি পরিত্যক্ত কক্ষে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

রাজশাহী-৩ আসনে মোহনপুর উপজেলার মতিহার উচ্চ বিদ্যালয়ে আগুন দেয় দুর্বৃত্তরা।

অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল জানান, এসব ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে দ্রুত আইনের আওতায় আনা হবে। পুলিশ দোষীদের খুঁজে বের করতে তদন্ত করছে।

আপন দেশ/এসএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়