Apan Desh | আপন দেশ

সাতক্ষীরায় ঈদ আনন্দের নতুনমাত্রা

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ১৪:১৪, ১১ এপ্রিল ২০২৪

সাতক্ষীরায় ঈদ আনন্দের নতুনমাত্রা

ছবি: আপন দেশ

সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপন অনুষ্ঠিত হয়েছে। এ দিনে সামাজিক বন্ধন আরও সুসংগঠিত হয়েছে। খুশির ও বিশেষ দিনে একে অপরের খোঁজ খবর নিচ্ছেন। জেলাজুড়ে যেন পুরনো আবহের নতুন আগমন।

বৃহস্পতিবার সকাল ৮ টায় সাতক্ষীরা মুনজিতপুর কেন্দ্রীয় ঈদগাহে পুরাতন কোট মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুফতি জালাললুদ্দিনের ইমামতিত্বে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জামাত হয় কেন্দ্রীয় ঈদগাহ মসজিদে সকাল সাড়ে ৮টায়।

এছাড়া সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা আহলে হাদিসদের ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল ৭ টায়। সাতক্ষীরা পি.এন. হাইস্কুল মাঠে দ্বিতীয় ঈদের জামাত সাড়ে ৭ টায়। সাতক্ষীরা কুখরালী ফুটবল মাঠ ঈদগাহে সকাল ৮ টায়, সাতক্ষীরার সুলতানপুর ক্লাব মাঠে ঈদের জামাত সকাল সাড়ে ৭টায়, সাতক্ষীরা জেলা স্টেডিয়াম মাঠে সকাল ৮ টায়, সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে ঈদের জামাত সকাল ৭ টায় অনুষ্ঠিত হয়। 

জেলার বিভিন্ন ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের জামাতের নামাজ অনুষ্ঠিত হয়েছে বলে সংবাদ পাওয়া গেছে। 

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

জনপ্রিয়