Apan Desh | আপন দেশ

রাজধানীতে গরমে অসুস্থ হয়ে দিনমজুরের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৪৯, ২৫ এপ্রিল ২০২৪

রাজধানীতে গরমে অসুস্থ হয়ে দিনমজুরের মৃত্যু

ছবি: সংগৃহীত

অতিরিক্ত গরমের কারণে রাজধানীতে এক দিনমজুর (৪৫) মারা গেছেন। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ৯টার দিকে তিনি মারা যান।

মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে কারণে অসুস্থ হয়ে পড়েন ওই ব্যক্তি। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জহুরুল ইসলাম জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, আশ-পাশের লোকজনের মুখে জানতে পারি ওই দিনমজুর। গরমের কারণে অসুস্থ হয়ে মাথা ঘুরে পড়ে যান। নিহতের নাম পরিচয় এখনো জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়