Apan Desh | আপন দেশ

আরিফ ফুড এন্ড কনজ্যুমার প্রোডাক্টসকে লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৩৫, ১২ মার্চ ২০২৪

আরিফ ফুড এন্ড কনজ্যুমার প্রোডাক্টসকে লাখ টাকা জরিমানা

ছবি : আপন দেশ

রাজধানীর বাড্ডায় আরিফ ফুড এন্ড কনজ্যুমার প্রোডাক্টসকে লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরিনা আফরিন মুস্তাফার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।

মঙ্গলবার (১২ মার্চ) পরিচালিত আদালতকে সহায়তা করেন বিএসটিআই'র কর্মকর্তা রিয়াজ হোসেন মোল্লা ও এস. এম. মাহফুজার রহমান। বিএসটিআই’র গণসংযোগ বিভাগ  সূত্রে এ তথ্য জানা যায়। 

প্রতিষ্ঠানটিকে বিএসটিআই সিএম লাইসেন্স ব্যতীত মানচিহ্ন ব্যবহার করে সফট ড্রিংক পাউডার, সিনথেটিক ডিটারজেন্ট পাউডার, চানাচুর, চিপস, আইসললি পণ্যসমূহ উৎপাদন, বিক্রি ও বাজারজাত করার অপরাধে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে পণ্য মোড়কজাতকরণ সনদ ছাড়া আইসললি, চানাচুর, মটর ভাজা, টয়লেট ক্লিনার পণ্যসমূহ উৎপাদন, বিক্রি ও বাজারজাত করার অপরাধে ২০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।

জনস্বার্থে বিএসটিআই'র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

জনপ্রিয়