Apan Desh | আপন দেশ

রেমিট্যান্সের নিম্নমুখী ধারা অব্যাহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৫৫, ২০ আগস্ট ২০২৩

আপডেট: ২১:০৪, ২০ আগস্ট ২০২৩

রেমিট্যান্সের নিম্নমুখী ধারা অব্যাহত

-ফাইল ছবি

ঢাকা: দেশে চলতি বছরের জুন মাসে রেকর্ড পরিমাণ (২১৯ কোটি ৯০ লাখ মার্কিন ডলার) রেমিট্যান্স (প্রবাসী আয়) এসেছিল। যা তিন বছরের মধ্যে সর্বোচ্চ। তবে পরের মাস জুলাই থেকে সেই ধারায় ভাটা পড়েছে। জুলাইয়ে রেমিট্যান্স এসেছে ১৯৭ কোটি ৩০ লাখ ডলার। চলতি আগস্ট মাসেও সেই নিম্ন ধারা অব্যাহত রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী দেশে চলতি আগস্ট মাসের প্রথম ১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৪ কোটি ৫ লাখ ডলার। যা বাংলাদেশি মুদ্রায় (এক ডলারে ১০৯ টাকা ধরে) ১১ হাজার ৩৯৪ কোটি টাকার সমান। এ ধারা অব্যাহত থাকলে মাস শেষে ১৮০ কোটি ডলার বা ১ দশমিক ৮০ বিলিয়ন ডলারের রেমিট্যান্স আসতে পারে দেশে। যা গত জুলাই মাসের চেয়ে ওকম।

>>> আরও পড়ুন: রিজার্ভ আরও কমলো

আলোচিত সময়ে রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১১ কোটি ৭৮ লাখ ৮০ হাজার ডলার। বিশেষায়িত দুই ব্যাংকের মধ্যে কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে এক কোটি ১ কোটি ৯৯ লাখ ৬০ হাজার ডলার। আর বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৮৯ কোটি ৯০ লাখ ৬০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৬ লাখ ৯০ হাজার ডলার।

তবে আলোচিত সময়ে ৮ ব্যাংকের মাধ্যমে কোনো রেমিট্যান্স আসেনি। এসব ব্যাংকের মধ্যে রয়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক বা বিডিবিএল, বিশেষায়ীত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক বা রাকাব। বেসরকারি ব্যাংকের মধ্যে রয়েছে কমিউনিটি ব্যাংক, সিটিজেন্স ব্যাংক, বিদেশি খাতের হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া এবং উরি ব্যাংক।

আপন দেশ/এমএমজেড

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়