Apan Desh | আপন দেশ

কেন্দ্রীয় ওষুধাগারে হঠাৎ মন্ত্রী, পেলেন পবর্তসম অনিয়ম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৪১, ২৫ ফেব্রুয়ারি ২০২৪

কেন্দ্রীয় ওষুধাগারে হঠাৎ মন্ত্রী, পেলেন পবর্তসম অনিয়ম

ছবি: সংগৃহীত

কেন্দ্রীয় ঔষধাগার (সেন্ট্রাল মেডিকেল স্টোরস ডিপো) ঝটিকা পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। রোববার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৫০ মিনিট থেকে ২টা ২৫ মিনিট পর্যন্ত পুরো প্রতিষ্ঠান ঘুরে দেখেন। এ সময় বিভিন্ন অনিয়ম চোখে পড়ে। তবে এ নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। 

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুপুরে স্বাস্থ্যমন্ত্রী কেন্দ্রীয় ঔষধাগারে ঝটিকা অভিযান চালান। এ সময় তার সঙ্গে ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক এবিএম খুরশীদ আলম।

স্বাস্থ্যমন্ত্রী প্রায় ৩৫ মিনিট পুরো স্টোরেজ ঘুরে দেখেন। সেখানে উপস্থিত কর্মকর্তাদের বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসা করেন। এ সময় শত শত কার্টুনে স্বাস্থ্যসেবা সামগ্রী পড়ে থাকতে দেখেন। নানা বিষয়ে অনিয়মও দেখতে পান। জরুরি স্বাস্থ্যসেবার পণ্য দীর্ঘদিন ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এসব জিনিসের মেয়াদ শেষ হয়ে গেল কীভাবে, উপস্থিত ঊর্ধ্বতন কর্মকর্তাদের জিজ্ঞেস করেন। স্বাস্থ্যমন্ত্রীর অধিকাংশ প্রশ্নেরই উত্তর দিতে পারেননি কর্মকর্তারা। 

আরও পড়ুন>> দোষীদের কাউকে ছাড় দেয়া হবে না: ডিবিপ্রধান

ডা. সামন্ত লাল এসব অনিয়ম দেখে এ স্টোরেজের সব মালামালের তালিকা, মালামাল ডেলিভারির তারিখ, আগামীতে ডেলিভারি কবে, কেন এত বিরাট সংখ্যক মালামাল নষ্ট; কারণ জানিয়ে আগামী সাত দিনের মধ্যে লিখিত প্রতিবেদন জমার নির্দেশ দেন। 

স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক এবিএম খুরশীদ আলমকে নির্দিষ্ট সময়ে প্রতিবেদন সংগ্রহ করে উপযুক্ত ব্যবস্থা নিতে জরুরি বৈঠকে বসার কথা জানান।

আপন দেশ/এসএমএ

শেয়ার করুনঃ

জনপ্রিয়