Apan Desh | আপন দেশ

নাভালনির মরদেহ মায়ের কাছে হস্তান্তর 

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:১৭, ২৫ ফেব্রুয়ারি ২০২৪

নাভালনির মরদেহ মায়ের কাছে হস্তান্তর 

ফাইল ছবি

কারাগারে মারা যাওয়া রাশিয়ার বিরোধীদলীয় নেতা অ্যালেক্সি নাভালনির মরদেহ অবশেষে তার মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনে বলা হয়, শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাশিয়ার বিরোধীদলীয় এই নেতার মরদেহ হস্তান্তর করে রুশ কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন নাভালনির মুখপাত্র।

যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় মুখপাত্র কিরা ইয়ারমিশ বলেছেন, অ্যালেক্সির মরদেহ তার মায়ের কাছে দেয়া হয়েছে। আমাদের সাথে যারা মরদেহ হস্তান্তরের দাবি তুলেছিলেন তাদের প্রত্যেককে ধন্যবাদ। 

এর আগে গত ১৬ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক নাভালনি আর্কটিক সার্কেল পেনাল কলোনির একটি কারাগারে মারা যান বলে জানায় রুশ কর্তৃপক্ষ। ওই সময় বলা হয়, কারাগারে হেঁটে আসার পর হঠাৎ অচেতন হয়ে পড়েছিলেন নাভালনি। তারপর আর তার চেতনা ফেরেনি। তবে নাভালনির স্ত্রী ইউলিয়া নাভালনায়া পুতিনের নির্দেশেই তার স্বামীকে হত্যা করা হয়েছে বলে দাবি করেন।

এদিকে শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রাশিয়ার বিরোধী দলের প্রয়াত নেতা আলেক্সি নাভালনিকে গোপনে সমাহিত করতে রাজি হওয়ার জন্য তার মাকে বাধ্য করা হয়েছে বলে জানিয়েছেন নাভালনির মুখপাত্র।

নাভালনির মাকে বলা হয়েছে, তিনি রাজি না হলে নাভালনিকে আর্কটিক সার্কেল পেনালে সমাহিত করা হবে। যেখানে তিনি মারা গিয়েছিলেন। নাভালনির মা বলেছেন, তাকে নাভালনির মৃত্যু সনদে স্বাক্ষর করতে বাধ্য করা হয়েছে। যেখানে লেখা ছিল প্রাকৃতিক কারণে তার মৃত্যু হয়েছে।

নাভালনির স্ত্রী ইউলিয়া বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশেই তার স্বামীকে হত্যা করা হয়েছে। ক্রেমলিন এই অভিযোগ নাকচ করে দিয়েছে। বরং এই মৃত্যুতে পশ্চিমা প্রতিক্রিয়াকে ‘উম্মাদনামূলক’ বলে আভিহিত করেছে।

কারাগারে নাভালনির মৃত্যুর খবর জানানোর বিনিময়ে নিরাপত্তা কর্মকর্তাদের ২০ হাজার ইউরো পুরস্কার ও রাশিয়া ত্যাগের জন্য সহায়তার প্রস্তাব দিয়েছে নাভালনির দল।

আরও পড়ুন <> দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা সাগরে বিস্ফোরিত

নাভালনির মুখপাত্র কিরা ইয়ারমিশ জানিয়েছেন, বিরোধীদলীয় নেতার মা লুদমিলা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন, তার ছেলেকে কোথায় ও কীভাবে কবর দেয়া হবে তার সিদ্ধান্ত নেয়ার অধিকার তাদের নেই। তিনি আইন মেনে চলার দাবি করেছেন। তা অনুসারে মৃত্যুর কারণ দর্শানোর দুই দিনের মাথায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করতে বাধ্য তদন্তকারীরা।

নাভালনিকে হিমাঙ্কের নিচে তাপমাত্রায় রাখা হয়েছিল : এদিকে হার্টে মাত্র একটি ঘুষি মেরে নাভালনিকে হত্যা করা হয়ে থাকতে বলে দাবি করেছেন এক মানবাধিকারকর্মী। যেটি সাবেক সোভিয়ত ইউনিয়ন (বর্তমান রাশিয়ার) গোয়েন্দা সংস্থা এফএসবি করত। খবর টাইমস অব লন্ডনের।

ভ্লাদিমির ওশেচকিন নামে এই মানবাধিকারকর্মী আর্কটিক কারাগারের একটি সূত্রের বরাতে বলেন, ‘এটি কেজিবির স্পেশাল ফোর্সের একটি পুরনো পদ্ধতি। শরীরের মাঝখানে, হার্টে এক ঘুষির মাধ্যমে হত্যা করার জন্য তাদের বিশেষভাবে প্রশিক্ষণ দেয়া হয়। এটি তাদের হলমার্ক।’

এই মানবাধিকারকর্মী আরও বলেন, হত্যার আগে নাভালনিকে কঠিন ও হিমাঙ্কের নিচে তাপমাত্রায় রাখা হয়েছিল। যেন তিনি দুর্বল হয়ে যান।

তিনি বলেন, ‘আমি মনে করি তীব্র ঠাণ্ডার মধ্যে রেখে তার শরীরকে ভেঙে দেয়া হয়েছিল। এ ছাড়া তার শরীরের রক্ত সরবরাহ সর্বনিম্ন পর্যায়ে নিয়ে আসা হয়েছিল। এরমাধ্যমে যে কাউকে হত্যা করা খুবই সহজ। বিশেষ করে কয়েক সেকেন্ডের মধ্যে হত্যা করা যাবে, যদি হত্যাকারী অভিজ্ঞ হয়।’

আপন দেশ/এমআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়