Apan Desh | আপন দেশ

ভারতীয় রুপির দাম কমে ৯ মাসের সর্বনিম্ন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭:০৯, ১৫ আগস্ট ২০২৩

ভারতীয় রুপির দাম কমে ৯ মাসের সর্বনিম্ন

-ফাইল ছবি

জাপানের ইয়েন ও চীনের ইউয়ানের পর দাম কমেছে ভারীয় মুদ্রা রুপিরও। সোমবার (১৪ আগস্ট) প্রতি মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির দাম ৮৩ ছাড়িয়ে যায়। কিছু সময়ের জন্য ১ মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির মূল্য দাঁড়ায় ৮৩ দশমিক শূন্য ৮।

এ অবস্থায় হস্তক্ষেপ করতে বাধ্য হয় ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই)। বাজার পরিস্থিতি সামাল দিতে তারা ডলার বিক্রি করলে দাম কিছুটা ফিরে পায় রুপি।

সোমবার দিন শেষে মার্কিন ডলারের বিপরীতে বারতীয় মুদ্রার দাম ছিল ৮২ দশমিক ৯৫ রুপি। যা শুক্রবারের (১১ আগস্ট) তুলনায় ১১ পয়সা বেশি। তবে দিন শেষেও রুপির ওপর চাপ অব্যাহত ছিল। বাজারের নির্ধারিত সময়ের পরবর্তী লেনদেনে রুপির দর ৮৩ দশমিক ১১-এ নেমে যায়, যা গত ৯ মাসের মধ্যে সর্বনিম্ন।

এর আগে ২০২২ সালের অক্টোবরে রুপির সর্বোচ্চ দরপতন হয়েছিল। সে সময় প্রতি মার্কিন ডলারের বিপরীতে পাওয়া যেত ৮৩ দশমিক ২৯ রুপি।

বাজার পর্যালোচনাকারী প্রতিষ্ঠান এবিক্সক্যাশ ওয়ার্ল্ড মানির নির্বাহী পরিচালক হরিপ্রসাদ এমপি ইকোনমিক টাইমসকে বলেন, ‘আরও কয়েক মাস রুপির ওপর এ চাপ অব্যাহত থাকবে। তবে আরবিআই রুপির দরপতন ঠেকাতে বাজার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। মূলত চীনের অর্থনৈতিক ধীরগতির কারণে ডলারের দর বাড়ছে।’

আপন দেশ/এমএমজেড

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়