Apan Desh | আপন দেশ

ড. ইউনুসের বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৩২, ৩০ মে ২০২৩

আপডেট: ২২:০৫, ৩০ মে ২০২৩

ড. ইউনুসের বিরুদ্ধে দুদকের মামলা

ফাইল ছবি

গ্রামীণ টেলিকম থেকে শ্রমিক-কর্মচারীদের অর্থ আত্মসাতের অভিযোগে নোবেল জয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

মঙ্গলবার (৩০ মে) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয় সংস্থার উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। সংস্থাটির ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রামীণ টেলিকমের শ্রমিক-কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৫ কোটি ২২ লাখ ৬ হাজার ৭৮০ টাকা আত্মসত করেছে। এই বিষয়ে সংবাদ সম্মেলন ডেকেছে দুদক। 

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক গ্রামীণ টেলিকম কোম্পানির পরিচালনা পর্ষদের বিরুদ্ধে কিছু অভিযোগ সংবলিত একটি প্রতিবেদন দুদকে পাঠানো হয়। ওই প্রতিবেদনের সূত্র ধরেই ২০২২ সালের ২৮ জুলাই অনুসন্ধানের সিদ্ধান্তের কথা জানান দুদক সচিব মো. মাহবুব হোসেন।

অভিযোগগুলো হলো—অনিয়মের মাধ্যমে শ্রমিক-কর্মচারীদের মধ্যে বণ্টনের জন্য সংরক্ষিত লভ্যাংশের ৫ শতাংশ অর্থ লোপাট, শ্রমিক-কর্মচারীদের পাওনা পরিশোধকালে অবৈধভাবে অ্যাডভোকেট ফি ও অন্যান্য ফির নামে ৬ শতাংশ অর্থ কর্তন, শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলে বরাদ্দ করা সুদসহ ৪৫ কোটি ৫২ লাখ ১৩ হাজার ৬৪৩ টাকা বিতরণ না করে আত্মসাৎ। এছাড়া কোম্পানি থেকে ২ হাজার ৯৭৭ কোটি টাকা মানিলন্ডারিংয়ের উদ্দেশ্যে বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠানগুলোর ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তরের মাধ্যমে আত্মসাৎ।

অভিযোগ অনুসন্ধানে তিন সদস্যের কমিটি গঠন করে দুদক। কমিটিতে দুদকের তৎকালীন পরিচালক সৈয়দ ইকবাল হোসেনকে তদারককারী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন— দুদক উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান, সহকারী পরিচালক জেসমিন আক্তার ও নূরে আলম সিদ্দিকী।

অভিযোগ অনুসন্ধানে গত বছরের আগস্টের বিভিন্ন সময়ে এমডিসহ ৬ জনকে জিজ্ঞাসাবাদ করে দুদক। অনুসন্ধান পর্যায়ে বারবার নোবেল বিজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূসের প্রসঙ্গ আসে।

গত বছরের ২৩ নভেম্বর দুদকের প্রধান কার্যালয়ে এক প্রশ্নের জবাবে গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নাজমুল ইসলাম গণমাধ্যমে জানিয়েছিলেন,  শ্রমিক-কর্মচারীদের কল্যাণ তহবিলের অর্থ আত্মসাৎ ও মানিলন্ডারিং সংক্রান্ত অপরাধের অভিযোগের সঙ্গে ড. মুহাম্মদ ইউনূসের ব্যক্তিগতভাবে কোনো সম্পৃক্ততা নেই। 

এ সময় গ্রামীণ টেলিকমের এমডি বলেন, বোর্ডের মাধ্যমে সব সিদ্ধান্ত হয়েছে, ব্যক্তিগতভাবে কোনো কিছুর সঙ্গে ড. ইউনূস জড়িত নন। এছাড়া নিয়ম মেনেই শ্রমিকদের অর্থ ছাড় করা হয়েছে।

আসামীগণের তালিকা:
(১) প্রফেসর মুহাম্মদ ইউনুস (৮২), চেয়ারম্যান, গ্রামীণ টেলিকম, পিতা-হাজী মুহাম্মদ দুলা মিয়া, বর্তমান ঠিকানাঃ রূপায়ন
সিগনেচার ১৬/বি (লেভেল-১১), রোড নং-৮৪, গুলশান-০২, ঢাকা: স্থায়ী ঠিকানা: নিরিবিলি, মেডিকেল কলেজ রোড, থানাঃ
পার্চলাইশ, জেলা: চট্টগ্রাম। 

(২) মোঃ নাজমুল ইসলাম (৫০), ব্যবস্থাপনা পরিচালক, গ্রামীণ টেলিকম, পিতা-এ কে এম আব্দুল মতিন, বর্তমান ঠিকানা: পাঠানস্
ব্যাবিলন, ফ্ল্যাট-সি-১, বাড়ি নং ১৩/১৩, ব্লক-বি, বাবর রোড, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭; স্থায়ী ঠিকানা- গ্রামঃ বাটরা (মজুমদার
বাড়ী), ডাকঘর ও থানা: সোনাইমুড়ী, জেলা: নোয়াখালী।

(৩) মোঃ আশরাফুল হাসান (৬৩), পরিচালক ও প্রাক্তন ব্যবস্থাপনা পরিচালক, গ্রামীণ টেলিকম, বর্তমান ঠিকানা: হাউজ নং-২৬,
ৰোড নং-১, সেক্টর-১, উত্তরা (পশ্চিম), ঢাকা-১২৩০ ও হাউজ নং-১৫, রোড নং-১৭, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০, পিতাঃ
সামচুল হক, স্থায়ী ঠিকানা: বাজার বাগন, সাতক্ষীরা সদর, সাতক্ষীরা-৪।

(৪) পারভীন মাহমুদ (৬২), পরিচালক, গ্রামীণ টেলিকম,স্বামী: আনিসুল ইসলাম মাহমুদ, পিতাঃ মোঃ লুৎফর রহমান বর্তমান
ঠিকানাঃ হাউজ নং-৭, রোড নং-১১৭, গুলশান, ঢাকা-১২১২, স্থায়ী ঠিকানা: আহসান উল্লাহ চৌধুরীর বাড়ি গ্রাম: ছাদেকনগর,
ডাকঘর: মির্জাপুর, থানা: হাটহাজারী, জেলা: চট্টগ্রাম।

(৫) নাজনীন সুলতানা (৬১), পরিচালক, গ্রামীণ টেলিকম, স্বামী: মো: জসিম উদ্দিন, পিতাঃ আবুল ফারাহ, বর্তমান ঠিকানা:
এ্যাপার্টমেন্ট নং-৪/সি, হাউজ নং-৬৭/সি, রোড নং-৬/এ, উত্তরাঙ্গন, ঢাকা ক্যান্টনমেন্ট আবাসিক এলাকা, ঢাকা-১২১২; স্থায়ী
ঠিকানা: "সুনিবীড়” ২৫ নাখালপাড়া, তেজগাঁও, ঢাকা এবং গ্রাম ও ডাকঘরঃ পূর্ব গোমদণ্ডি, থানা: বোয়ালখালী, জেলা: চট্টগ্রাম।

(৬) মোঃ শাহজাহান (৬৫), পরিচালক, গ্রামীণ টেলিকম, পিতাঃ মোঃ বদিউজ্জামান বর্তমান ঠিকানা: ফ্ল্যাট নং-২বি, হাউজ নং-
১৮/এ, রোড নং-০৩, পুরাতন ডিওএইচএস, বনানী, ঢাকা-১২১৩।

(৭) নূরজাহান বেগম (৭২), পরিচালক, গ্রামীণ টেলিকম, স্বামী: কে. এম আসাদুজ্জামান, পিতা: আহম্মেদ মিয়া, বর্তমান ঠিকানা:
বাড়ী নং-১৩৪৭, এভিনিউ-২, মিরপুর ডিওএইচএস, মিরপুর, ঢাকা ও গ্রামীণ ব্যাংক কমপ্লেক্স, বড়বাগ, মিরপুর-২, ঢাকা-১২১৬
স্থায়ী ঠিকানা: গ্রাম: বৌহা, ইউনিয়ন: শোয়াপুর, থানা: ধামরাই, জেলা: ঢাকা।

(৮) এস. এম হাজ্জাতুল ইসলাম লতিফী (৬২), পরিচালক, গ্রামীণ টেলিকম, পিতাঃ এস এম এনামুল হক লতিফী, বর্তমান ঠিকানা:
৮৯, ম্যাগনোলিয়া, মল্লিকা-৫বি, পশ্চিম সেনপাড়া পর্বতা, মিরপুর, ঢাকা-১২১৬।

(৯) এডভোকেট মোঃ ইউসুফ আলী (৪২), চেম্বার: এটনীস, বাড়ি নং-৪৮৭ (৩য় তলা), সড়ক নং-৩২, নিউ ডিওএইচএস,
মহাখালী, ঢাকা: বর্তমান ঠিকানা: এপার্টমেন্ট নং-জি-১১ কুইনস গার্ডেন হাউজ, ১৫ নিউ ইস্কাটন রোড, ঢাকা: পিতাঃ মোঃ খলিলুর
রহমান, স্থায়ী ঠিকানাঃ গ্রাম-কয়ড়াবাড়ি ওয়ার্ড নং-০৯, ইউনিয়ন: তাজপুর, থানাঃ সিংড়া, জেলা: নাটোর।

(১০) এডভোকেট জাফরুল হাসান শরীফ (৪৭), চেম্বার: এটনীস, বাড়ি নং-৪৮৭ (৩য় তলা), সড়ক নং-৩২, নিউ ডিওএইচএস,
মহাখালী, ঢাকা: বর্তমান ঠিকানা: বাড়ি নং-ই/২০, আরামবাগ, ওয়ার্ড নং-০৬, সেকশন-০৭, পল্লবী, মিরপুর-১২, ঢাকা, পিতাঃ
আবুল হোসেন শিকদার, স্থায়ী ঠিকানা: গ্রাম-রামনগর, ওয়ার্ড নং-০৩, ডাকঘর- রাজারহাট, থানা: যশোর সদর, জেলা- যশোর।

(১১) মোঃ কামরুজ্জামান (৩৯), সভাপতি, গ্রামীণ টেলিকম শ্রমিক-কর্মচারী ইউনিয়ন, পিতা: আলী আকবর মিয়া, বর্তমান ঠিকানাঃ
বাড়ি নং-০৬ (২য় তলা), সড়ক নং-০৮, বসতি হাউজিং, মিরপুর-২, ঢাকা-১২১৬, স্থায়ী ঠিকানা: ওয়ার্ড নং ০১, ইউনিয়ন:
মহিলার, উপজেলা: ভেদরগঞ্জ, জেলা: শরিয়তপুর।

(১২) ফিরোজ মাহমুদ হাসান (৪৩), সাধারণ সম্পাদক, গ্রামীণ টেলিকম শ্রমিক-কর্মচারী ইউনিয়ন, পিতাঃ মোহাম্মদ আলী মিয়া,
স্থায়ী ও বর্তমান ঠিকানাঃ হোল্ডিং নং-২৫৯/৪, পশ্চিম মানিকদী, ওয়ার্ড নং-১৫, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা। 

(১৩) মোঃ মাইনুল ইসলাম (৪০), প্রতিনিধি, গ্রামীণ টেলিকম শ্রমিক-কর্মচারী ইউনিয়ন, পিতাঃ মোঃ নুরুল ইসলাম, স্থায়ী ও বর্তমান
ঠিকানা-বাড়ি নং-০৩, সড়ক নং-০৮, ওয়ার্ড নং-০৮, সেকশন-১, ব্লক-সি, শাহআলী, মিরপুর, ঢাকা।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়