Apan Desh | আপন দেশ

দেশের প্রথম ফটোগ্রাফি ইন্সটিটিউটের প্রতিষ্ঠাবার্ষিকী আজ 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৫৯, ১৫ ফেব্রুয়ারি ২০২৪

আপডেট: ১৭:৫৯, ১৫ ফেব্রুয়ারি ২০২৪

দেশের প্রথম ফটোগ্রাফি ইন্সটিটিউটের প্রতিষ্ঠাবার্ষিকী আজ 

ছবি : সংগৃহীত

দেশের প্রথম ফটোগ্রাফি চর্চার প্রতিষ্ঠান ‘ট্রপিক্যাল ইন্সটিটিউট অব ফটোগ্রাফি’র ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। 

১৯৫১ সালের ১৫ ফেব্রুয়ারি প্রতিষ্ঠানটি সৃষ্টি করেছিলেন এদেশের আধুনিক ফটোগ্রাফি চর্চার পথিকৃৎ গোলাম কাশেম ড্যাডি। ১৯৪৯ সালের ডিসেম্বরে ভূমি জরিপ অধিদফতরের চাকরি থেকে অবসর গ্রহণের পর তিনি সপরিবারে ঢাকায় এসে মনিপুরীপাড়ায় শ্বশুরবাড়িতে ওঠেন। সেখানেই প্রতিষ্ঠানটির যাত্রা শুরু। 

আরও পড়ুন <> বইমেলা পেয়েছিল বসন্ত-ভালোবাসার ছোঁয়া

যে বাড়িতে ট্রপিক্যাল ইন্সটিটিউট অব ফটোগ্রাফি যাত্রা শুরু করে দেশভাগের আগে বাড়িটির নাম ছিল ‘গোপাল ভবন’। গোলাম কাশেম ড্যাডির স্ত্রীর পরিবার বাড়িটির মালিকানা পাওয়ার পর এর নতুন নামকরণ করা হয় ‘গোলাপ ভবন’।

প্রতিষ্ঠানটি প্রায় দুই বছর সক্রিয় ছিলো। এরপর ১৯৬০ সালে প্রতিষ্ঠিত হয় বেগার্ট ইন্সাটিউট অব ফটোগ্রাফি। আর ১৯৬৪ সালে মনজুর আলম বেগ-গোলাম কাশেম ড্যাডির নেতৃত্বে গড়ে ওঠে ক্যামেরা রিক্রিয়েশন ক্লাব।

আপন দেশ/এমআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়