Apan Desh | আপন দেশ

একুশে চেতনা পরিষদ যুক্তরাষ্ট্রের

সেমিনার ও ভাষাসৈনিক সম্মাননা আজ 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯:৫৭, ১৭ ফেব্রুয়ারি ২০২৪

সেমিনার ও ভাষাসৈনিক সম্মাননা আজ 

ফাইল ছবি

একুশে চেতনা পরিষদ যুক্তরাষ্ট্র প্রতিবারের মতো এবারো আয়োজন করতে যাচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সেমিনার ও ভাষাসংগ্রামী সম্মাননা। 

আজ শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে জাতীয় জাদুঘরের বেগম সুফিয়া কামাল মিলনায়তনে সেমিনারটি অনুষ্ঠিত হবে। 

এতে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন, ড. সেলিম জাহান, লেখক মফিদুল হক, অধ্যাপক শহীদ ইকবাল, অধ্যাপক এম আবদুল আলীম প্রমুখ। 

সভাপতিত্ব করবেন সংগঠনের সভাপতি ড. ওবায়েদুল্লাহ মামুন। সংগঠনের এটি অষ্টম সেমিনার। 

আরও পড়ুন <> দেশের প্রথম ফটোগ্রাফি ইন্সটিটিউটের প্রতিষ্ঠাবার্ষিকী আজ

ভাষা আন্দোলনে ঐতিহাসিক অবদান রাখায় এ বছর সম্মাননা পাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দীন আহমদ, ব্যারিস্টার আমীর-উল ইসলাম এবং কবি মাহবুবুল আলম চৌধুরী। 

একুশের কবিতা পাঠ ও সঙ্গীতানুষ্ঠানে অংশগ্রহণ করবেন বাচিকশিল্পী আশরাফুল আলম, শিল্পী করিম হাসান খান, শিল্পী নাসিমা শাহীন, শিল্পী নাহীদ মোমেন, শিল্পী নাদিয়া আরেফিন শাওন প্রমুখ।

আপন দেশ/এমআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়