Apan Desh | আপন দেশ

সাংবাদিক রানার মুক্তি, সাজা দাতাদের বিচার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৪৬, ১২ মার্চ ২০২৪

আপডেট: ১৭:৪৭, ১২ মার্চ ২০২৪

সাংবাদিক রানার মুক্তি, সাজা দাতাদের বিচার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

ছবি : আপন দেশ

শেরপুরের নকলায় তথ্য অধিকার আইনে তথ্য চাওয়ায় সাংবাদিক শফিউজ্জামান রানাকে ভ্রাম্যমান আদালতে সাজা দেয়ার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন হয়েছে।

জেলায় কর্মরত সাংবাদিকদের আয়োজনে মঙ্গলবার প্রেসক্লাবের সামনে মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাভিশন টিভি চ্যানেলের সাতক্ষীরা প্রতিনিধি আসাদুজ্জামান আসাদ। বক্তব্য রাখেন, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা প্রেসক্লাবের দফতর সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, জেলা জার্নালিষ্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এসএম মহিদার রহমান, উন্নয়ন কর্মী মাধবচন্দ্র দত্ত, সম্মিলিত সাংবাদিক এসোসিয়েশনের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুন, প্রথম আলো বন্ধুসভা সাতক্ষীরার সভাপতি কর্ণ বিশ্বাস কেডি, জেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদসহ সাতক্ষীরার বিভিন্ন পর্যায়ের সাংবাদিক ও সামাজিক নেতৃবৃন্দ। মানববন্ধনের সঞ্চালকের দায়িত্ব পালন করেন ডিবিসি নিউজের এম. বেলাল হোসাইন।

বক্তারা বলেন, গত ৫ মার্চ শেরপুরের নকলা ইউএনও অফিসে আইনি প্রক্রিয়ায় তথ্য চাইতে গিয়ে দৈনিক দেশ রুপান্তরের রানাকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৬ মাসের কারাদ্ব- দেয়া হয়। যা খুবই দুঃখ জনক। বক্তারা অবিলম্বে সাংবাদিক রানার নি:শর্ত মুক্তির জোর দাবি জানান। পাশাপাশি ভ্রাম্যমান আদালতের অপব্যবহারকারীদের সংশ্লিষ্ট ইউএনও সাদিয়া উম্মুল বানিন ও এসিল্যান্ড শিহাবুল আরিফের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা না হলে কঠোর কর্মসূচির হুশিয়ারি দেন। 

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

জনপ্রিয়