Apan Desh | আপন দেশ

টুইটারের নতুন সিইও লিন্ডা ইয়াকারিনো

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৪:০২, ১৩ মে ২০২৩

আপডেট: ১৯:০৫, ১৮ মে ২০২৩

টুইটারের নতুন সিইও লিন্ডা ইয়াকারিনো

ফাইল ছবি

টুইটারের নতুন সিইওর নাম ঘোষণা করেছেন ইলন মাস্ক। এখন থেকে লিন্ডা ইয়াকারিনোই টুইটারের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করবেন। এতদিন গুরুত্বপূর্ণ এই দায়িত্ব ইলন মাস্ক পালন করছিলেন।

শনিবার (১৩ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

শুক্রবার (১২ মে) এক টুইটে ইলন মাস্ক বলেন, এনবিসি ইউনিভার্সালের বিজ্ঞাপন বিভাগের সাবেক প্রধান লিন্ডা ইয়াকারিনো এ সাইটটির (টুইটার) ব্যবসায়িক কার্যক্রম তদারকিতে নেতৃত্ব দেবেন।

সিইওর চলতি পদ ছেড়ে মাস্ক নির্বাহী চেয়ারম্যান ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। আর টেসলা এবং রকেট নির্মাণ কোম্পানি স্পেসএক্সসহ তার অন্যান্য ব্যবসায় মনোযোগী হবেন।

মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট তাদের প্রতিবেদনে বলেছে, নতুন পদে লিন্ডা যোগ দিতে আরও দেড় মাস সময় নিলেও এ ঘোষণা সেবাটিতে বিজ্ঞাপনদাতাসহ বিভিন্ন স্টেকহোল্ডারের মনে ভরসা যোগাবে।

গত বছর চার হাজার চারশ কোটি ডলারে টুইটার কেনেন মাস্ক। এরপর থেকেই এর জন্য নেতৃত্ব দেয়ার মানুষ খুঁজছিলেন তিনি।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়