Apan Desh | আপন দেশ

বৃহস্পতিবার দর পতনের শীর্ষ ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৩৪, ৪ এপ্রিল ২০২৪

বৃহস্পতিবার দর পতনের শীর্ষ ১০ শেয়ার

ছবি: সংগৃহীত

সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (৪ এপ্রিল)। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩৯৭টি প্রতিষ্ঠানের মধ্যে ১১৩টি শেয়ার ও ইউনিটের দর কমেছে। সর্বোচ্চ দর কমেছে একমি পেস্টিসাইডস লিমিটেডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির শেয়ার দর আগের কর্মদিবসের তুলনায় কমেছে ১ টাকা ৬০ পয়সা বা ৬.৭২ শতাংশ। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ন্যাশনাল টি’র শেয়ার দর কমেছে ২৪ টাকা ৬০ পয়সা বা ৫.৬১ শতাংশ। আর ২ টাকা ৫০ পয়সা বা ৫.৫১ শতাংশ দর পতন নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে শাইনপুকুর সিরামিকস লিমিটেড।

এদিন ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, সেন্ট্রাল ফার্মা, বিডি থাই এ্যালুমিনিয়াম, তাকাফুল ইন্সুরেন্স, মিরাকল ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ ইন্ডাস্ট্রায়াল ফাইন্যান্স এবং আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচুয়াল ফান্ড।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

জনপ্রিয়