Apan Desh | আপন দেশ

ডিএসইতে ৪১৫ কোটি টাকার লেনদেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:২৪, ৮ এপ্রিল ২০২৪

ডিএসইতে ৪১৫ কোটি টাকার লেনদেন

ছবি: সংগৃহীত

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সেই সঙ্গে টাকার অঙ্কে ৪১৫ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে। সোমবার (৮ মার্চ) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র বলছে, আজ লেনদেন শেষে ডিএসই প্রধান সূচক-ডিএসইএক্স ৬৪ পয়েন্ট বেড়েছে ৫ হাজার ৮৬০ পয়েন্টে অবস্থান করছে। শরিয়াহ্ সূচক ১৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৮১ পয়েন্ট এবং ডিএস৩০ সূচক ১৮ পয়েন্ট বেড়ে ২ হাজার ৩৩ পয়েন্টে অবস্থান করছে।

এদিকে সোমবার ডিএসইতে মোট ৪১৫ কোটি ৩২ লাখ টাকার লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে মোট ৪৩৬ কোটি ৭৫ লাখ টাকার লেনদেন হয়েছিল।

মোট ৩৯২টি কোম্পানির লেনদেনে অংশগ্রহণ করেছিল; যার মধ্যে দর বেড়েছে ৩১৫টির, কমেছে ৩৬টির এবং অপরিবর্তিত ছিল ৪০টি কোম্পানির শেয়ার ও ইউনিটের।

আপন দেশ/টি/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়