Apan Desh | আপন দেশ

কুমিল্লায় ১০ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ২০:০২, ২৯ ফেব্রুয়ারি ২০২৪

আপডেট: ২০:২৫, ২৯ ফেব্রুয়ারি ২০২৪

কুমিল্লায় ১০ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন

ছবি: সংগৃহীত

কুমিল্লায় যুবলীগ নেতা জাহাঙ্গীর হত্যা মামলায় ১০ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আরও ৮ জনের যাবজ্জীবন কারদণ্ডের আদেশ দিয়েছেন। এ সময় যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা আদালতে উপস্থিত ছিলেন। তবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১০ জনই অনুপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) জেলার অপরাধ দমন ট্রাইব্যুনাল বিশেষ দায়রা জজ আদালত এ আদেশ দেন। মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. মোবারক হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন তিনি।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- কুমিল্লার মনোহরগঞ্জের দক্ষিণ বাতাবাড়িয়া গ্রামের তাজুল ইসলামের তিন ছেলে মো. রিয়াদ হোসেন (২৯), মীর হোসেন (৩৭), আনোয়ার হোসেন (৪১), সামছুল হক পাটোয়ারীর দুই ছেলে মো. ইউসুফ (৩৬) ও মো. ইসমাইল হোসেন (৩৫), ছালেহ আহম্মদের ছেলে মিসু (২২), শহীদ উল্লাহ মেম্বারের ছেলে মো. রাজন, তাজুল ইসলামের ছেলে মানিক মিয়া, আবুল হোসেনের ছেলে মো. মিজানুর রহমান ও মৃত সুলতান আহম্মদের ছেলে মো. রাশেদ।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- একই এলাকার তাজুল ইসলামের ছেলে নোমান (২৩), সিরাজুল ইসলামের ছেলে সালাহ উদ্দিন (৪১), হাজি আ. সামাদের ছেলে আবুল কাশেম (৪২), মৌলভি আলী আকবরের ছেলে মো. শহীদউল্লা মেম্বার (৫৫), নূর আহম্মদের দুই ছেলে মো. সালেহ আহম্মদ (৩২) ও মো. সোহাগ (২৬), মৃত সফিকুর রহমানের ছেলে মো. স্বপন (৩৫), মৃত মন্তাজুর রহমানের ছেলে মো. টিপু (৩৫)।

মামলার বিবরণ থেকে জানা গেছে, ২০১৬ সালের ১৩ মে সকাল ৯টা। পরিকল্পিতভাবে উপজেলার সরসপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলমের বাড়িতে হামলা চালায় আসামিরা। এ সময় তারা চাপাতি ও চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে জাহাঙ্গীরকে হত্যা করে। 

এ ঘটনায় নিহতের ভাই মো. আলমগীর হোসেন বাদী হয়ে ২০ জনকে আসামি করে মনোহরগঞ্জ থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা ও থানার এসআই মো. নাছির উদ্দিন আসামিদের বিরুদ্ধে ২০১৭ সালের ৮ জুন তদন্ত প্রতিবেদন দাখিল করেন। ২০১৯ সালের ১৩ অক্টোবর মামলাটির চার্জ গঠন করা হয়। রাষ্ট্রপক্ষে ১২ জন সাক্ষী ও যুক্তিতর্ক শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়