Apan Desh | আপন দেশ

রংপুরে বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

রংপুর ব্যুরো

প্রকাশিত: ১০:৪৪, ৪ এপ্রিল ২০২৪

আপডেট: ১০:৪৫, ৪ এপ্রিল ২০২৪

রংপুরে বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

ফাইল ছবি

রংপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশায় থাকা তিন যাত্রীর মৃত্যু হয়েছে। এতে গুরুতর আহত হয়েছেন আরও দুজন।

বুধবার (৩ এপ্রিল) রাত ১১টার দিকে রংপুর নগরীর মাহিগঞ্জ থানার কলোনিপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কাউনিয়া উপজেলার পূর্ব চাঁনপাড়া গ্রামের ফয়জুর রহমানের ছেলে শিক্ষার্থী নাহিদ (১৮), একই উপজেলার মাদরাসা শিক্ষার্থী জনু (১৫) এবং অটোচালক রবিউল ইসলাম (৩২)।

আরও পড়ুন <> সন্ধ্যার মধ্যে ধেয়ে আসছে ঝড়, সতর্ক সংকেত

প্রত্যক্ষদর্শীরা জানান, কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী নাবিল পরিবহনের একটি বাস ওই এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মারা যান অটোরিকশার যাত্রী নাহিদ।

গুরুতর আহত অবস্থায় চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জনু ও অটোরিকশাচালক রবিউল।

নিহত নাহিদের স্বজন আবু তোয়েব জানান, সন্ধ্যায় নাহিদ তার বন্ধুকে নিয়ে রংপুর এসেছিলেন ঈদের কেনাকাটা করতে। ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

মাহিগঞ্জ থানার ওসি রওশন কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাতক বাসের চালক ও সহকারী পালিয়ে গেছেন। তবে বাসটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপন দেশ/এমআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়