Apan Desh | আপন দেশ

কেন্দ্রীয় ব্যাংকে যোগ হলো আইএমএফের ঋণের টাকা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩৫, ১৬ ডিসেম্বর ২০২৩

কেন্দ্রীয় ব্যাংকে যোগ হলো আইএমএফের ঋণের টাকা

ফাইল ছবি

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের দ্বিতীয় কিস্তির ৬৮৯ মিলিয়ন ডলার বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টে জমা হয়েছে। শুক্রবার (১৫ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভে এই অর্থ যোগ হয়েছে।

আইএমএফের নির্বাহী বোর্ড ৪ দশমিক ৭ বিলিয়ন ডলার ঋণের দ্বিতীয় কিস্তির অনুমোদন দেয়ার দুই দিন পর এই অর্থ এসেছে।

এর আগে, গত ২ ফেব্রুয়ারি প্রথম কিস্তিতে আইএমএফের ৪৪৭ দশমিক ৮ মিলিয়ন ডলার ঋণ পেয়েছিল বাংলাদেশ।

এদিকে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত রিজার্ভ দাঁড়িয়েছে ১৯ দশমিক ১৭ বিলিয়ন ডলারে।

আইএমএফ চলতি বছরের জানুয়ারিতে ৪৭০ কোটি ডলার ঋণ অনুমোদন করে। অর্থনীতির সংকট মোকাবিলায় এ ঋণ দেয়া হয়। ঋণ অনুমোদনের পরপরই প্রথম কিস্তির ৪৭ কোটি ৬৩ লাখ ডলার ছাড় করে সংস্থাটি। আগামী ২০২৬ সাল পর্যন্ত সাড়ে তিন বছরে সাত কিস্তিতে পুরো অর্থ দেয়ার কথা রয়েছে। ঋণের দ্বিতীয় কিস্তি ছাড়ের জন্য গত জুনভিত্তিক বিভিন্ন সূচকে শর্ত পালনের অগ্রগতি দেখতে ৪ অক্টোবর আইএমএফের একটি মিশন ঢাকায় আসে। মিশনের নেতৃত্ব দেন এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় বিভাগের প্রধান রাহুল আনন্দ।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়