Apan Desh | আপন দেশ

রাশিয়ার পাটের বাজার ধরতে চায় বাংলাদেশ 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৩৭, ৯ এপ্রিল ২০২৪

আপডেট: ১৪:৫৫, ৯ এপ্রিল ২০২৪

রাশিয়ার পাটের বাজার ধরতে চায় বাংলাদেশ 

ছবি: সংগৃহীত

বাংলাদেশে উৎপাদিত পাট ও পাটজাত পণ্য রাশিয়াতে বাজার ধরতে চায়। এজন্য দু’দেশের মধ্যে আলোচনা হতে পারে বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। বলেন, রাশিয়ার পাটের বাজার কীভাবে বাড়ানো যায়, এ নিয়ে আলোচনা হয়েছে। দুদেশের ব্যবসায়ীদের আসা যাওয়া ও মতবিনিময়ের মাধ্যমে এক্ষেত্রে অগ্রগতি হতে পারে।

মঙ্গলবার (৯ এপ্রিল) সকালে শিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্টিটস্কির সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ নিয়ে আলোচনাও হয়েছে।

নানক বলেন, ভারতকে টপকে বাংলাদেশ এখন বিশ্বের শীর্ষ পাট ও পাটজাত পণ্য উৎপাদনকারী দেশ। পাট খাতের বৈশ্বিক রফতানি আয়ের ৭২ শতাংশ এখন বাংলাদেশের দখলে।

সম্প্রতি কৃষিমন্ত্রী আব্দুস শহীদ বলেছেন, ২০১৫ সালে যেখানে ৫১ লাখ বেল পাট উৎপাদন হতো, সেখানে ২০২২-২৩ অর্থবছরে দেশে পাট উৎপাদন হয়েছে প্রায় ৮৪ লাখ বেল। আর এরমধ্যে প্রায় ৪৩ লাখ বেল পাট ও পাটজাত পণ্য রফতানি করে প্রায় আট হাজার কোটি টাকার সমমান বৈদেশিক মুদ্রা দেশে এসেছে।

পরিবেশবান্ধব হওয়ায় পাটের চাহিদা ক্রমাগত বাড়ছে। আর বাংলাদেশও চাচ্ছে বহুমুখীকরণের মাধ্যমে রফতানি আয় বাড়াতে।

বস্ত্র ও পাটমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর রাশিয়ার রাষ্ট্রদূত বলেন, যুদ্ধের কারণে অনেক পশ্চিমা দেশ রাশিয়ায় তৈরি পোশাক রফতানি থেকে সরে গেছে। ফলে রাশিয়া এখন বাংলাদেশ থেকে পোশাক কিনতে আগ্রহী। 

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়