Apan Desh | আপন দেশ

প্রবাসীদের প্রভাবে বাড়লো রিজার্ভ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৩৫, ২৭ জুন ২০২৩

আপডেট: ১৮:৩৫, ২৭ জুন ২০২৩

প্রবাসীদের প্রভাবে বাড়লো রিজার্ভ

ফাইল ছবি

ঈদকে সামনে রেখে জুন মাসে প্রবাসী আয়ে ইতিবাচক প্রভাব পড়েছে। চলতি মাসের প্রথম ২৫ দিনে প্রবাসীরা ২০০ কোটি ডলার দেশে পাঠিয়েছেন। এরফলে রিজার্ভ ৩১ কোটি ডলারে উন্নীত হয়েছে। 

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুসারে, জুন মাসের ২৫ দিনে প্রবাসীরা ২০০ কোটি ২ লাখ ডলার দেশে পাঠিয়েছেন। গত মে মাসে দেশে প্রবাসী আয় এসেছিল ১৬৯ কোটি ১৭ লাখ ডলার।

রিজার্ভ বাড়ার আরেকটি কারণ বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ঋণের ৫২ কোটি ডলার সোমবার রিজার্ভে যোগ হয়েছে। ৩০ বিলিয়ন ডলারের নিচে চলে যাওয়া রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ায়। সোমবার (২৬ জুন) রিজার্ভ ৩১ দমমিক ১৫ বিলিয়ন ডলারে পৌছেছে। যা গত ১৫ জুন রিজার্ভ ছিল ২৯ ছিল ৮৩ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংক পরিচালক ও সহকারী মুখপাত্র মো. সরওয়ার হোসেন বলেন, রেমিট্যান্স প্রবাহ বাড়ায় রিজার্ভ বেড়েছে। 

আপনদেশ/এমআর/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়