Apan Desh | আপন দেশ

দেশজুড়ে ২২৮ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত আরও ১০ প্লাটুন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:০৫, ৬ নভেম্বর ২০২৩

দেশজুড়ে ২২৮ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত আরও ১০ প্লাটুন

ছবি: সংগৃহীত

বিএনপির ডাকা চলমান অবরোধ কর্মসূচির মধ্যে রাজধানীসহ সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ২২৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

সোমবার (৬ নভেম্বর) বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ঢাকাসহ সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ২২৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। স্ট্যান্ডবাই রয়েছে আরও ১০ প্লাটুন। অবরোধে জনসাধারণের জানমালের নিরাপত্তা, নাশকতা, সহিংসতা ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কাজ করবে বিজিবি।

উল্লেখ্য, সরকারের পদত্যাগের এক দফা এবং দলের মহাসচিব মির্জা ফখরুলসহ কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে 
রোববার সকাল থেকে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি। তাদের যুগপৎ আন্দোলনের শরিকরাও এ অবরোধ পালন করছে। পাশাপাশি জামায়াতে ইসলামীও আলাদা করে এ ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করছে।

আপন দেশ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

জনপ্রিয়