Apan Desh | আপন দেশ

মহাখালীতে ব্রিটিশ টোবাকোর কর্মচারি নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:২৫, ২ ফেব্রুয়ারি ২০২৩

মহাখালীতে ব্রিটিশ টোবাকোর কর্মচারি নিহত

ফাইল ছবি

রাজধানীর মহাখালী রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মোক্তার হোসেন (২১) নামে এক যুবক নিহত হয়েছেন।  বুধবার (১ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে মহাখালী রেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় ওই যুবককে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

মোক্তার শেরপুর সদর উপজেলার পাঞ্জরডাঙ্গা গ্রামের চান মিয়ার ছেলে। তিনি মহাখালী কড়াইল বস্তিতে থাকতেন এবং ব্রিটিশ-আমেরিকান টোব্যাকো কম্পানিতে চাকরি করতেন।

মোক্তারের বন্ধু মো. শিমুল মিয়া জানান, মোক্তার মহাখালীতে ব্রিটিশ-আমেরিকান টোব্যাকো কম্পানিতে হাউসকিপারের কাজ করতেন। রাতে কাজ শেষ করে বাসায় ফিরছিলেন। মহাখালী রেলক্রসিংয়ে রাস্তা পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পরে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে মারা যান।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

আপন দেশ ডটকম/ এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়