Apan Desh | আপন দেশ

টাইব্রেকারে জিতে কোয়ার্টারে মায়ামি

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১১:২৭, ৭ আগস্ট ২০২৩

টাইব্রেকারে জিতে কোয়ার্টারে মায়ামি

ছবি: সংগৃহীত

কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার অধিনায়ক  লিওনেল মেসি ইন্টার মায়ামি অধ্যায়ের প্রথম অ্যাওয়ে ম্যাচে ৬ মিনিটেই গোল করেন। তারপরও লিগ কাপের লড়াইয়ে ৩-১ গোলের লিড নেয় প্রতিপক্ষ এফসি ডালাস। শেষ দশ মিনিটেও ৪-২ ব্যবধানে এগিয়ে ছিল তারা। 

কিন্তু মেসির গোলে কামব্যাক করে মায়ামি। নির্ধারিত ৯০ মিনিট শেষ হয় ৪-৪ গোলে। পরে টাইব্রেকার ভাগ্যে ৫-৩ গোলে জিতে লিগ কাপের কোয়ার্টার ফাইনালে উঠে গেছে ইন্টার মায়ামি। 

সোমবার (৭ আগস্ট) যুক্তরাষ্ট্রের টেক্সাসে অনুষ্ঠিত ম্যাচে মেসির প্রথম গোলের পর প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে যায় এফসি ডালাস। ম্যাচের ৩৭ মিনিটে ও ৪৫ মিনিটে গোল করে দলটি। এরপর দ্বিতীয়ার্ধের ৬৩ মিনিটে গোল করে লিড ৩-১ করে ফেলে।

আারও পড়ুন<<.> রুমানা কি ক্রিকেট ছাড়ছেন? 

পরেই ইন্টার মায়ামি গোল করে ম্যাচে ফেরে। ৬৫ মিনিটে মায়ামির বেঞ্জামিন ক্রেমাচি দলকে ৩-২ ব্যবধানে নামিয়ে আনেন। কিন্তু ওই গোলের স্বস্তি স্থায়ী হয়নি। ম্যাচের ৬৮ মিনিটে আত্মঘাতী গোল করে মায়ামির রবার্ট টেইলর। ডালাস আবার ৪-২ ব্যবধানে এগিয়ে যায়। 

ইন্টার মায়ামি ম্যাচের ৮০ মিনিটে আত্মঘাতী থেকে পাওয়া গোলে ম্যাচে ফেরে। মার্কো ফারফান নিজেদের জালে বল ঢুকিয়ে দেন। ম্যাচ দাঁড়ায় ৪-৩ ব্যবধানে। এরপর মেসি ম্যাজিক। ম্যাচের ৮৫ মিনিটে ডান প্রান্তে ফ্রি কিক পায় তার দল। অনুমিতভাবে শট নেন মেসি। তার মাপা শট পোস্টের কোণা দিয়ে জালে চলে যায়। 
নির্ধারিত সময়ের পর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে মেসি প্রথম শটে গোল করেন। দ্বিতীয় শটে বার্সা থেকে মায়ামি যাওয়া সের্গিও বুসকেটস গোল করলেও ডালাসের ফুটবলার মিস করে। পরের দুই শটেও বল জালে পাঠায় মায়ামি। গোল করে ডালাসও। এরপর পঞ্চম শটে বেঞ্জামিন ক্রেমাচি গোল করলে ডালাসের শেষ শট নেয়ার দরকার পড়েনি।

আপন দেশ/আরএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়