Apan Desh | আপন দেশ

জুলাইয়ে রেমিট্যান্স কম পাঠিয়েছেন প্রবাসীরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫৬, ১ আগস্ট ২০২৩

জুলাইয়ে রেমিট্যান্স কম পাঠিয়েছেন প্রবাসীরা

-ফাইল ছবি

ঢাকা: সদ্য সমাপ্ত মাস জুলাইয়ে প্রবাসী আয় (রেমিট্যান্স) কমেছে। এসময় বিশ্বের বিভিন্ন দেশে থাকা প্রবাসী বাংলাদেশিরা দেশে মোট ১৯৭ কোটি ৩০ লাখ ডলারের সমপরিমাণ রেমিট্যান্স পাঠিয়েছেন। যা আগের মাস জুন’২০২৩ এর তুলনায় কম। জুন মাসে দেশে রেমিট্যান্স এসেছিল ২১৯ কোটি ৯০ লাখ ডলার।

মঙ্গলবার (১ আগস্ট) বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত জুন মাসের আয় ছিল প্রায় তিন বছরের মধ্যে কোনো একক মাসে দেশে আসা সবচেয়ে বেশি প্রবাসী আয়।

>>> আরও পড়ুন: প্রায় শত কোটি ডলার রেমিট্যান্স এসেছে দুই সপ্তাহে

এর আগে ২০২০ সালের জুলাইয়ে ২৫৯ কোটি ৮২ লাখ ডলারের সর্বোচ্চ প্রবাসী আয় এসেছিল।

বাংলাদেশ ব্যাংকের হিসাবে দেখা গেছে, গত বছরের জুলাই মাসে প্রবাসী আয় এসেছিল ২০৯ কোটি ৬৩ লাখ ডলার। ফলে গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের জুলাইয়ে প্রবাসী আয় কমেছে ৫ দশমিক ৮৮ শতাংশ। গত জুন মাসে প্রবাসী আয়ের প্রবৃদ্ধি হয়েছিল প্রায় ২০ শতাংশ।

আপন দেশ/এমএমজেড

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়