Apan Desh | আপন দেশ

কণ্ঠশিল্পী খালিদ মারা গেছেন

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ২০:৪৭, ১৮ মার্চ ২০২৪

আপডেট: ২০:৪৮, ১৮ মার্চ ২০২৪

কণ্ঠশিল্পী খালিদ মারা গেছেন

ছবি: সংগৃহীত

জনপ্রিয় কণ্ঠশিল্পী খালিদ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নব্বই দশকের জনপ্রিয় কণ্ঠশিল্পী তিনি। 

সোমবার (১৮ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর একটি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

চাইম ব্যান্ডের দলনেতা ছিলেন খালিদ। কোনো কারণেই, সরলতার প্রতিমাসহ একাধিক শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন এ শিল্পী। 

অনেকদিন ধরে আড়ালে ছিলেন এ গায়ক। তার পরিবার বর্তমানে নিউইয়র্কে বসবাস করছে। সেখানে তার ছেলে একটি স্কুলে পড়ছে। মাঝেমধ্যে তিনি দেশে আসতেন। এ যাত্রায় এসে আর পরিবারের কাছে ফেরা হলো না তার। 

গোপালগঞ্জে জন্ম নেয়া এ শিল্পী ১৯৮১ সাল থেকে গানের জগতে যাত্রা করেন। ১৯৮৩ সাল থেকে ‘চাইম’ ব্যান্ডে যোগ দেন।

আপন দেশ/এমআর/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়